মদনে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার পৌর শহরে ভোক্তা অধিকার রক্ষার্থে ১লা রমজানে প্রতিপলিত হয়, ভেজাল বিরোধী অভিযান।
বর্তামান সময়ে, খাবারে ভেজাল শব্দটা যেনো প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাধারণ জনগণ বঞ্চিত হচ্ছে নিরাপদ খাবার থেকে। অধিক মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী বিবেক বিসর্জন দিয়ে খাদ্যে ভেজাল দিচ্ছে।
তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৪ শে মার্চ) বিকালে জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার সেন্টারে সহাকারী কমিশনার (ভূমি) মোঃ শাহনূর রহমানের নেতৃত্বে এক ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানে কয়েকজন ফল ব্যবসায়ী ও ইফতার সামগ্রী বিক্রেতাকে জরিমানা করা হয়। বেশ কয়েজন ব্যবসায়ীকে খাদ্যে ভেজাল মুক্ত রাখতে সতর্ক করা হয়।
জনস্বার্থে পরিচালিত এই অভিযানে এস আই শাহজাহান সহ একটি পুলিশ টিম সার্বিক সহযোগিতা করে।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর