বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দু’টি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

রাষ্ট্রপতি আব্দুল হামিদের দু’টি বইয়ের প্রকাশনা উৎসব বঙ্গভবনে বঙ্গভবনের দরবার হলে আজ মহামান্য রাষ্ট্রপতির লিখিত ” আমার জীবননীতি আমার রাজনীতি” এবং ” ‘স্বপ্ন জয়ের ইচ্ছা’ গ্রন্থের প্রকাশনা উৎসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি কর্তৃক রচিত বইয়ের প্রকাশনা উৎসব হয়।

বইদুটো হলো- আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ এবং রাষ্ট্রপতি হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণসমূহের সংকলন ‘স্বপ্ন জয়ের ইচ্ছা’।

প্রাণের মেলা একুশের বইমেলাতে এবছর একুশের বইমেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আত্মজীবনীমূলক গ্রন্থ আমার জীবননীতি আমার রাজনীতির মোড়ক উন্মোচন করেছেন। গ্রন্থটির প্রকাশক বাংলা একাডেমি।

এছাড়া ‘স্বপ্নজয়ের ইচ্ছা’ শীর্ষক গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খন্ড মূলত ২০১৩-২০১৮ সময়ে বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণের সংকলন। বঙ্গভবনের প্রেস উইং বইটি সংকলন ও সম্পাদনা করেছে। বইটি প্রকাশ করে গৌরব প্রকাশন।

স্পিকার, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যরাও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর