সাবেক প্রেমিকার প্রতারণার অভিযোগ ও মেক্সিকাক এ প্লে বয় তরুণীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ বিষয়ে অতিরঞ্জন না করার করার জন্য সংবাদমাধ্যমের কাছ আকুতি জানিয়েছেন তিনি। সম্প্রতি শেষ হওয়া ২০১৪-১৫ মওসুমে মওসুমে রিয়াল মাদ্রিদ কোপা দেল রে’ ও লা-লিগার শিরোপা জিততে পারে নি। এছাড়া ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে ইতালির ক্লাব জুভেন্টাসের কাছে হেরে বিদায় নিয়েছে তারা। অন্যদিকে কোপা দেল রে’ ও লা-লিগা জয়ের পর চ্যাম্পিয়ন্স লীগ জিতে মওসুমে ট্রেবল শিরোপা জয়ের পথে রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। দলের এই ব্যর্থতার মধ্যে ব্যক্তিজীবনেও ঝামেলায় পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদো। এ বছর জানুয়ারিতে প্রেমিকা ইরিনা শায়েকের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে গেছে। রোনালদোকে ‘প্রতারক’ বলে তাকে ছেড়ে চলে গেছেন রাশিয়ার এ মডেল সুন্দরী। এরই মধ্যে নতুন ঝামেলায় পড়েছেন পর্তুুগিজ এ উইঙ্গার। মেক্সিকান এক প্লে বয় মডেল সুন্দরী প্রকাশ করেছেন যে, ইরিনার সঙ্গে সম্পর্ক থাকাকালেই তার সঙ্গে রোনালদোর যৌন সম্পর্ক ছিল। এতদিন এ বিষয়ে মুখে টুঁ শব্দটি করেন নি রোনালদো। তবে এবার মুখ খুললেন তিনি। দেশের হয়ে ইউরো-২০১৬ বাছাই খেলতে এখন দেশে রোনালদো। আগামী শনিবার পর্তুগাল খেলবে আরমেনিয়ার বিপক্ষে। দলের সঙ্গে অনুশীলন শেষে তিনি একটি ভিডিও করেছেন। নিজে নিজে করা ওই ভিডিওতে সাবেক প্রেমিকা ইরিনার অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘আমি ব্যক্তি জীবন নিয়ে কখনও কথা বলতে চাই না। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে দেখছি, একের পর এক আমাকে নিয়ে কথা চলছে। সংবাদপত্রে বলা হচ্ছে, আমি একটার পর একটা গার্লফ্রেন্ড ধরছি এবং ছাড়ছি। অনুগ্রহ করে আমাকে একা থাকতে দিন। আমার কাজটা আমাকে করতে দিন। আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বানোয়াট গল্প বানাবেন না।’ তবে ঝড়-ঝাপটার মধ্যে ভক্তরা তার সঙ্গে আছে বলে তিনি কৃতজ্ঞ। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এ বছরটা আমার জন্য অনেক কঠিন যাচ্ছে। কিন্তু ভক্তরা সব সময় আমার সঙ্গেই আছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
সংবাদ শিরোনাম
প্রতারণা ও যৌন সম্পর্ক নিয়ে মুখ খুললেন রোনালদো
- Reporter Name
- আপডেট টাইম : ০৫:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০১৫
- ৪১১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ