ইটনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরন

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ইটনা উপজেলায় মেধাবী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৫১ টি বাই-সাইকেল বিতরন করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাই সাইকেল বিতরনের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান। এ সময় তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে দুরন্ত গতিতে এগিয়ে চলছে। বিশেষ করে মহামাণ্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিকের প্রচেষ্টা হাওড়ে রেকর্ড পরিমান যে উন্নয়ন হয়েছে। তা আগামী ১০০ বছরের ও এ অঞ্চলের জনসাধারণ কল্পনাও করতে পারবেনা। রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হওয়ায় হাওড়ের তিন উপজেলার যোগাযোগ ব্যাবস্থার উন্নতি হয়েছে। আজ যে ছাত্রীরা বাই-সাইকেল পেলো তারা সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়া আসা করতে পারবে। এতে তারা লেখাপড়ায় মনোযোগী হবে। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও নাফিসা আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, আদিলুজ্জামান ভুইয়া, বাবু মিল্কী, দারুল ইসলাম, সাইফুল ইসলাম, ইউপি সচিব আক্তার উদ্দিন, শাহআলম, সাইফুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর