ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপদ নৌ-পথ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬
  • ২৭০ বার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নদীমাতৃক বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে নিরাপদ, দক্ষ এবং পরিবেশবান্ধব নৌ-পথ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৬’ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। মঙ্গলবার থেকে সারাদেশে এ সপ্তাহ পালিত হবে। নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৬ উদযাপনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।

রাষ্ট্রপতি বলেন, নদীমাতৃক বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে নৌ পরিবহনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সরকার ‘ভিশন-২০২১’ ও ‘ভিশন-২০৪১’ ঘোষণা করেছে। সরকার এ ঘোষণা বাস্তবায়নের জন্য সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে ইতোমধ্যে বিশ্ববাসীর নজর কেড়েছে। বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে সরকার দেশের নৌ-খাতকে আধুনিক ও গতিশীল করতে সমুদ্র, নৌ ও স্থল বন্দরের আধুনিকায়ন, অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌ-পথের নাব্যতা সংরক্ষণ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, এছাড়া নিরাপদ নৌ চলাচলের পাশাপাশি আন্তর্জাতিক প্রয়োজনীয়তার নিরিখে দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা পরিচালনায় যথাযথ সক্ষমতা আনয়নে প্রকল্প গ্রহণ ও মেরিটাইম সেক্টরে দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সকল প্রচেষ্টার মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহণ নিরাপদকরণ, বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণসহ নৌ পরিবহণ খাতকে আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, ‘আমি নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৬ উপলক্ষে সকলকে আহ্বান জানাবো-আসুন আমরা সকলে আরও সচেতন হয়ে নৌ নিরাপত্তা নিশ্চিত করি এবং সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আরও উদ্যোগী ভূমিকা পালন করি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিরাপদ নৌ-পথ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ০১:০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নদীমাতৃক বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে নিরাপদ, দক্ষ এবং পরিবেশবান্ধব নৌ-পথ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৬’ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। মঙ্গলবার থেকে সারাদেশে এ সপ্তাহ পালিত হবে। নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৬ উদযাপনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।

রাষ্ট্রপতি বলেন, নদীমাতৃক বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে নৌ পরিবহনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সরকার ‘ভিশন-২০২১’ ও ‘ভিশন-২০৪১’ ঘোষণা করেছে। সরকার এ ঘোষণা বাস্তবায়নের জন্য সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে ইতোমধ্যে বিশ্ববাসীর নজর কেড়েছে। বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে সরকার দেশের নৌ-খাতকে আধুনিক ও গতিশীল করতে সমুদ্র, নৌ ও স্থল বন্দরের আধুনিকায়ন, অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌ-পথের নাব্যতা সংরক্ষণ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, এছাড়া নিরাপদ নৌ চলাচলের পাশাপাশি আন্তর্জাতিক প্রয়োজনীয়তার নিরিখে দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা পরিচালনায় যথাযথ সক্ষমতা আনয়নে প্রকল্প গ্রহণ ও মেরিটাইম সেক্টরে দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সকল প্রচেষ্টার মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহণ নিরাপদকরণ, বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণসহ নৌ পরিবহণ খাতকে আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, ‘আমি নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৬ উপলক্ষে সকলকে আহ্বান জানাবো-আসুন আমরা সকলে আরও সচেতন হয়ে নৌ নিরাপত্তা নিশ্চিত করি এবং সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আরও উদ্যোগী ভূমিকা পালন করি।’