মদন নেএকোনা প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলায় একদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধনী প্রারম্ভে উপজেলা মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন। উপস্থাপনায় ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহজামান আহাম্মেদ সনি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতী আনোয়ার হোসাইন, সহকারী কমিশনার ভূমি মোঃ শাহনূর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তাইরান ইকবাল, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া পিয়াল, তিয়শ্রী ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও বীর মুক্তিযোদ্ধা চদ্দু মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অতিথিদের নিয়ে মেলার সকল স্টল পরিদর্শন করেন। মেলায় অংশগ্রহনকারী স্টলগুলোকে চার ক্যাটাগরিতে ভাগ করে বিকেলে পুরস্কার বিতরণ করা হবে।