কে দিবে ছায়া

ড. গোলসান আরা বেগমঃ

মনিরা হাসনা কেন ঘুরে
রাস্তায় রাস্তায়
হাত পেতে কিছু চায়
অভাবী কন্নায়।

তাদের হাতে কেন ঝুলে
ভিক্ষার থলে
চোখে ভাসে গাঢ় অন্ধকার
রাত পোহালে।

হাত রেখে মাথায় ঘুমায়
রাস্তায় ফুটপাতে
ছেঁড়া কাঁথায় জীবন বাঁচে
পানতা ভাতে।

কে দিবে মাথার ছায়া
ওদের স্বপ্ন পুরণে
একটু স্নেহ একটু আদর
লবণ লংকার জীবনে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর