স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। নেত্রকোনা জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান খান এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
স্থানীয় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রপ্ত সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সভায় বক্তৃতা করেন ,কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য শফি আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, সংরক্ষিত নারী আসন-১৭ -এর সাংসদ হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল প্রমুখ।
আলোচনা সভা শেষে সম্মেলনের ২য় পর্বে নব গঠিত উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় সভাপতি হিসেবে অ্যাডভোকেট অজিত বরন সরকার ও সাধারন সম্পাদক হিসেবে সাদেকুর রহমান সাদেকের নাম ঘোষনা করার পর পরই বিক্ষুব্ধ হন নেতা-কর্মীরা। তারা এ কমিটি মেনে না নেবার বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা সম্মেলন মঞ্চ ভাঙচুরসহ চেয়ার ছোঁড়াছুড়িও করেন।
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেন, সম্মেলনের ওই হট্টগোলটি অনাকাঙ্খিত। সম্মেলনে নতুন কমিটিতে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম ঘোষনা করা হয়েছে, তাদের নাম পরবর্তীতে বলবৎ রাখা ঠিক হবে কিনা সে ব্যাপারেও জেলা কমিটিতে চিন্তা-ভাবনা চলছে বলে জানান তিনি।”