ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ইটনা ৭নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে টিউবয়েল প্রতিক নিয়ে ৭২ ভোটে বিজয়ী হয়েছেন হাজী ঈসমাহিল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্বাচন থেকে সরে দাড়ানো প্রার্থী খলিলুর রহমান খোকন তালা প্রতীক পেয়েছেন ৪৮ ভোট। নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জল সাহা জানান উপজেলায় মোট ভোটার ১২০ জন। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত চলে ভোট গ্রহন। তিনি আরও জানান এই প্রথম ইটনায় ইভিএম মেশিনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটাররা সকলেই উপস্থিত থেকে স্বতঃস্ফূর্ত ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী ঈসমাহিল হোসেন ৭২ টি ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে নির্বাচন থেকে সেচ্ছায় সরে দাড়ানো খলিলুর রহমান ভোটারদের সাথে কোন প্রকারের যোগাযোগ না করেই তালা প্রতীকে ৩৮ টি ভোট পেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন।
সংবাদ শিরোনাম
ইটনায় সাধারণ সদস্য পদে বিজয়ী হাজী ঈসমাহিল হোসেন
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৫০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- ১৪৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ