কানাডায় বিদেশি শিক্ষার্থীরা পাচ্ছেন যত খুশি কাজের সুযোগ

হাওর বার্তা ডেস্কঃ কানাডায় অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার সুযোগ পান। তবে কর্মঘণ্টার নির্দিষ্ট সেই সময়সীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

গ্লোবাল টাইমস জানিয়েছে, গত শুক্রবার দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী শন ফ্রেজার ঘোষণাটি দিয়েছেন।

নতুন নিয়মে পোস্ট সেকেন্ডারির শিক্ষার্থীরা এ বছরের ১৫ নভেম্বর থেকে ইচ্ছা অনুসারে কাজের সুযোগ পাবেন।

তবে বিদেশি শিক্ষার্থীদের এভাবে যতো ইচ্ছা কাজ করার সুযোগ দেওয়া স্থায়ীভাবে হবে কি না, সে ব্যাপারে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে কানাডা সরকার।

যারা শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন, তা গৃহীত হলে নতুন নিয়মের অন্তর্ভুক্ত তারাও হবেন। অভিবাসন মন্ত্রী ফ্রেজার বলেছেন, কানাডার নিয়োগদাতারা নতুন কর্মী নিয়োগ দিতে পারবেন। এতে আমাদের শ্রম ঘাটতি মেটানো সম্ভব হবে।

তিনি আরো বলেন, বিদেশি শিক্ষার্থীদের আরো বেশি কাজ করার অনুমতি দিয়ে আমরা সারা কানাডায় অনেক সেক্টরে সাহায্য করতে পারি। এতে বিদেশি শিক্ষার্থীর জন্য কানাডায় কাজের অভিজ্ঞতা অর্জনের আরো সুযোগ দেওয়া হচ্ছে।

সূত্র: গ্লোবাল টাইমস

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর