বাংলাদেশের ২৩ খেলোয়াড় মিলেও এ ব্যাটারের সমান ছক্কা হাঁকাতে পারেনি

হাওর বার্তা ডেস্কঃ ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ যতটা না ছন্দময়, টি-টোয়েন্টিতে ততোটাই ম্রিয়মাণ। এর প্রধান কারণ পাওয়ার হিটারের অভাব টাইগার শিবিরে।

যে ব্যাটার চার-ছক্কা হাঁকিয়ে মুহূর্তেই ম্যাচের গতি পাল্টে দিতে পারে। প্রতিপক্ষ শিবিরে ভয় ঢুকিয়ে নির্ধারিত লক্ষ্যে নিয়ে যেতে পারে দলকে। এমন ইমপ্যাক্ট ও ঝড়ো ইনিংস খেলতে পারছে না টাইগাররা।

কুড়ি ওভারের ম্যাচে ডট বল তো দূরের কথা, মন্থর গতির ব্যাটিংই গ্রহণযোগ্য নয়। অথচ এ ফরম্যাটে ছক্কার পর ছক্কা হাঁকিয়ে ধুমধাড়াক্কা ইনিংস খেলার ব্যাটার সেভাবে নেই বাংলাদেশ দলে।

এর প্রমাণ পাওয়া যায় একটি পরিসংখ্যানে। যেখানে দেখা যাচ্ছে, টি-টোয়েন্টি ফরম্যাটে চলতি বছরে বাংলাদেশের ব্যাটাররা যতগুলো ছক্কা হাঁকিয়েছেন, একাই তার চেয়েও বেশি ছক্কা মেরেছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব।

২০২২ সালের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ দলের ২৩ খেলোয়াড় মিলে ছক্কা হাঁকিয়েছেন ৪৭টি। আর সূর্যকুমার যাদবে এ সময়ে হাঁকিয়েছে ৫০টি।

অর্থাৎ বাংলাদেশ দল মিলেও সূর্যের সমান ছক্কা হাঁকাতে পারেনি।  তবে ম্যাচ সংখ্যায় অবশ্য এগিয়ে সূর্য। এ পরিসংখ্যানে বাংলাদেশ খেলেছে ১২ ম্যাচ, সূর্যকুমার খেলেছেন ২২ ম্যাচ।

চলতি বছরটা দুর্দান্ত ছন্দে আছেন সূর্যকুমার যাদব। ২২ ম্যাচে ১৮৫ স্ট্রাইক রেট নিয়ে এখন পর্যন্ত ৭৯৪ রান জমা করেছেন ব্যক্তিগত ঝুলিতে। এখনবধি টি-টোয়েন্টিতে রানসংখ্যায় সূর্যই এগিয়ে।

এবছরে সর্বাধিক রান সংগ্রাহক তো বটেই সঙ্গে ২০২২ সালে সর্বাধিক ৫০টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক বছরে ৪২টি ছক্কা হাঁকিয়ে এ তালিকায় শীর্ষে ছিলেন রিজওয়ান।

এবার তাকে পেছনে ফেলে অনেকদূর এগিয়ে গেলেন সূর্য। সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ছক্কা মেরে টি-টোয়েন্টিতে ছক্কার হাফসেঞ্চুরি করেন এ ভারতীয় ব্যাটার।

বাংলাদেশের হয়ে চলতি বছর ছক্কা মারার তালিকায় শীর্ষে অবস্থান করছেন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। ১২ ম্যাচ ১০ ছক্কা এই ব্যাটারের। এরপরেই আছেন উইকেটকিপার নুরুল হাসান সোহান, ৯টি। ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে না পারা লিটন দাস ৭ টি ছক্কা মেরে তৃতীয় অবস্থানে আছেন।

এদিকে সূর্যকুমারের মতো দল হিসেবেও ছক্কার রেকর্ডে এগিয়ে ভারত। ২০২২ সালে টি-টোয়েন্টিতে সর্বাধিক ২২৯টি ছক্কা হাঁকিয়েছে ভারতীয় ব্যাটাররা। এরপর ক্যারিবীয়রা ১৪৭টি। বুলগেরিয়া ১২৪টি, ইংল্যান্ড ১২৬টি। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে কম ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশের ব্যাটাররা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর