ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হোসেনপুরে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • ১৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হোসেনপুরে সাহেবেরচর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির ৪০ ঘন্টা পর বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের পাগলা থানা এলাকার ব্রহ্মপুত্র নদের তিন স্থান থেকে তিনজনের লাশ ভাসমান অবস্থায় এলাকাবাসীর সহায়তায় কিশোরগঞ্জ ও হোসেনপুর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেন।

উদ্ধার হওয়া লাশ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুলিশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ সময় হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, ময়মনসিংহের পাগলা থানার ওসি রাশেদুল ইসলাম, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, ভৈরব নৌ পুলিশের এসআই মো. রাসেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় স্বজনদের আহাজারি ও কান্নায় ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (২১ সেপ্টেম্বর) জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজদের লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন তিনজনের লাশ তিন জায়গা থেকে উদ্ধার করে।

নিহতের স্বজনরা গিয়ে তাদের লাশ সনাক্ত করেন। লাশ উদ্ধারের পর নিহতদের পরিবারের অনাপত্তির মুখে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।

পুলিশ ও নৌকা ডুবিতে নিহতদের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, ভাসমান অবস্থায় পুরাতন ব্রহ্মপুত্র নদের ময়মনসিংহের পাগলা থানার চরশাকচুঁড়া এলাকা থেকে ইয়াছিনের লাশ, ইয়াসিনের চাচা সিফাতের লাশ হারিনা (গাবিশোমহল) থেকে ও শামীমের লাশ লাইমকাল এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়।

নিহত শামীম (৩২) উপজেলার তারাপাশা মৃত কিতাব আলীর ছেলে, ইয়াছিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর শাকচুঁড়া গ্রামের মনির মিয়ার ছেলে ও সিফাত (১৭) ইয়াছিনের চাচা সামাদ মুন্সীর ছেলে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ব্রহ্মপুত্র নদে শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।

এসময় বাইচ প্রতিযোগিতা দেখতে ভাড়া করা একটি নৌকায় অনেকই আনন্দ উল্লাসে মেতে ছিলো, তলিয়ে যাওয়া নৌকা থেকে অনেককে আত্মরক্ষার্থে আর্তচিৎকার করতে দেখা যায়।

এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তাদের উদ্ধারে এ সময় কেউ এগিয়ে যায়নি।

নিহতদের স্বজনদের দাবি, কোন রকম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ রকম দুর্ঘটনায় তাদের প্রাণ দিতে হল।

ভৈরব নৌ পুলিশের এসআই (কিশোরগঞ্জ অঞ্চল) মো. রাসেল মিয়া জানান, নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের বিষয়ে আয়োজকরা তাদেরকে অবগত না করায় এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম জানান, নিহতদের পরিবারদের কেউ লাশের ময়না তদন্ত করতে ইচ্ছুক না থাকায় তাদের মুছলেকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

হোসেনপুরে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৫:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হোসেনপুরে সাহেবেরচর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির ৪০ ঘন্টা পর বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের পাগলা থানা এলাকার ব্রহ্মপুত্র নদের তিন স্থান থেকে তিনজনের লাশ ভাসমান অবস্থায় এলাকাবাসীর সহায়তায় কিশোরগঞ্জ ও হোসেনপুর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেন।

উদ্ধার হওয়া লাশ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুলিশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ সময় হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, ময়মনসিংহের পাগলা থানার ওসি রাশেদুল ইসলাম, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, ভৈরব নৌ পুলিশের এসআই মো. রাসেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় স্বজনদের আহাজারি ও কান্নায় ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (২১ সেপ্টেম্বর) জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজদের লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন তিনজনের লাশ তিন জায়গা থেকে উদ্ধার করে।

নিহতের স্বজনরা গিয়ে তাদের লাশ সনাক্ত করেন। লাশ উদ্ধারের পর নিহতদের পরিবারের অনাপত্তির মুখে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।

পুলিশ ও নৌকা ডুবিতে নিহতদের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, ভাসমান অবস্থায় পুরাতন ব্রহ্মপুত্র নদের ময়মনসিংহের পাগলা থানার চরশাকচুঁড়া এলাকা থেকে ইয়াছিনের লাশ, ইয়াসিনের চাচা সিফাতের লাশ হারিনা (গাবিশোমহল) থেকে ও শামীমের লাশ লাইমকাল এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়।

নিহত শামীম (৩২) উপজেলার তারাপাশা মৃত কিতাব আলীর ছেলে, ইয়াছিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর শাকচুঁড়া গ্রামের মনির মিয়ার ছেলে ও সিফাত (১৭) ইয়াছিনের চাচা সামাদ মুন্সীর ছেলে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ব্রহ্মপুত্র নদে শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।

এসময় বাইচ প্রতিযোগিতা দেখতে ভাড়া করা একটি নৌকায় অনেকই আনন্দ উল্লাসে মেতে ছিলো, তলিয়ে যাওয়া নৌকা থেকে অনেককে আত্মরক্ষার্থে আর্তচিৎকার করতে দেখা যায়।

এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তাদের উদ্ধারে এ সময় কেউ এগিয়ে যায়নি।

নিহতদের স্বজনদের দাবি, কোন রকম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ রকম দুর্ঘটনায় তাদের প্রাণ দিতে হল।

ভৈরব নৌ পুলিশের এসআই (কিশোরগঞ্জ অঞ্চল) মো. রাসেল মিয়া জানান, নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের বিষয়ে আয়োজকরা তাদেরকে অবগত না করায় এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম জানান, নিহতদের পরিবারদের কেউ লাশের ময়না তদন্ত করতে ইচ্ছুক না থাকায় তাদের মুছলেকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।