হাওর বার্তা ডেস্কঃ গ্রুপপর্বে হার, তবে ভারতের সাথে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়ায় পাকিস্তান। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান দাড় করাতে সক্ষম হয় ভারত। ১৮২ রানের টার্গেটে ব্যাট রিজওয়ানের ব্যাটে ভর করে ৫ উইকেটে জয় পায় পাকিস্তান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান দাড় করাতে সক্ষম হয় ভারত। ম্যাচের শুরুতে রোহিত শর্মার ব্যাটে বিধ্বংসী সূচনা পায় ভারত। পাওয়ার প্লেতে দানবীয় ব্যাটিংয়ে ভালো রান পায় ভারত। তবে হারিস রউফের বলে খুশদিল শাহর তালুবন্দি হন রোহিত শর্মা। আউট হওয়ার আগে তার সংগ্রহ ১৬ বলে ৩ চার ২ ছক্কায় ২৮ রান। লোকেশ রাহুলও বেশিক্ষণ টিকতে পারেননি। তার ২০ বলে ১ চার ২ ছক্কায় ২৮ রানের ইনিংস শেষ হয় শাদাব খানের শিকার হয়ে। নতুন দুই ব্যাটার বিরাট কোহলি আর সূর্যকুমার যাদব শুরু থেকেই আক্রমণাত্বক ছিলেন।
এরপর বেশিক্ষন টিকে থাকতে পারেনি সূর্যকুমার যাদবও। মোহাম্মদ নওয়াজের বলে আসিফ আলীর তালুনবন্দি হয়ে থেমেছে তার ১০ বলে ১৩ রানের ইনিংস। এরপর বিরাট কোহলির ব্যাটে ১১তম ওভারে একশ ছাড়ায় ভারতের স্কোর। ঋষভ পন্থ ১২ বলে ১৪ করে শাদাব খানের শিকার হন। এরপরই ‘ডাক’ মারেন পাকিস্তানকে গ্রুপ পর্বে হারানোর নায়কক হার্দিক পান্ডিয়া। মোহাম্মদ হাসনাইনের বলে তিনি ধরা পড়েন নওয়াজের হাতে।
তখন দেয়াল হিসাবে ভারতকে সামনে এগিয়ে নিয়ে যায় কোহলি। মোহম্মদ হাসনাইনকে ছক্কা মেরে ক্যারিয়ারের ৩২ নম্বর ফিফটি তুলে নিতে কোহলি সময় নেন ৩৬ বল। শেষ ওভারের চতুর্থ বলে রান-আউট হয়ে থামে তার ৪৪ বলে ৪ বাউন্ডারি এবং ১ ছক্কায় গড়া ৬০ রানের ইনিংস। শেষ বলে রবি বিষ্ণোইয়ের শট ডিপ মিডউইকেটে থাকা ফখর জামানের হাত ছুঁয়ে চলে যায় সীমানার বাইরে। ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৮১ রান।
১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিষ্ণোইয়ের বলে ১০ বলে ১৪ করে থামে বাবার। এরপর দলীয় ৬৩ রানে ফিরে যায় ফাখর ও। তবে রিজওয়ান ও নাওয়াজ এ ভর করে রান তারা করতে থাকে পাকিস্তান। নাওয়াজ এর ২০ বলে ৪২ রানের ঝড়ে জয়ের পথে হাটা শুরু করে পাকিস্তান। এরপর দলীয় ১৪৭ রানে ফেরে রিজওয়ান ও। তখন দলের হাল ধরে আসিফ আলী ও খুশদিল। শেষে আসিফ আলী ফিরে গেলেও ভারতের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় পাকিস্তান।
দুই দলের একাদশ: ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুরাইয়া কুমার যাদব, ঋষভ পন্থ, দিপক হুদা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণু, আরশদিপ সিং ও যুজবেন্দ্র চাহাল।
পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, সাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ।