হাওর বার্তা ডেস্কঃ এবারের এশিয়া কাপে নবাগত দল হংকং নিজেদের প্রথম ম্যাচেই অনেকের হৃদয় জয় করে নিয়েছে। ভারতের মতো বিশ্বকাপজয়ী দলের বিপক্ষে অপেশাদার ক্রিকেটারদের নিয়ে গড়া হংকং দল একটুও ভড়কে যায়নি। শেষ বল পর্যন্ত লড়াই করে ৪০ রানে হেরেছে দলটি।
ম্যাচে পাকিস্তানি বংশোদ্ভূত বাবর হায়াতের সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত কিঞ্চিত শাহ ৭১ রানের জুটি গড়েন। কিঞ্চিতের ৩০ রান দলের দ্বিতীয় সর্বোচ্চ।
এমন ইনিংস খেলে ক্রিকেটপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছেন কিঞ্চিত শাহ। তবে ব্যক্তিগত এক ঘটনায় এখন আলোচনায় কিঞ্চিত শাহ।
ম্যাচের শেষে দুবাইয়ের গ্যালারিতে হাঁটু গেড়ে বসে নিজের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন হংকংয়ের এ তারকা ক্রিকেটার।
আংটি এগিয়ে দিয়ে কিঞ্চিত বলেন—তুমি কি আমাকে বিয়ে করবে? বিস্ময়ে অভিভূত প্রেমিকা শুরুতে ঠিক বুঝে উঠতে পারছিলেন না, কী করবেন। পরে নিজেকে সামলে নিয়ে সহাস্যে গ্রহণ করেছেন প্রস্তাব, ‘হ্যাঁ, নিশ্চয়ই।’
তার প্রস্তাব সানন্দে গ্রহণ করেন বান্ধবী। হ্যাঁ বলার পরেই বান্ধবীকে আঙটি পরিয়ে দেন কিঞ্চিত। মাঠের ধারে উপস্থিত হংকংয়ের ক্রিকেটাররা করতালি দিয়ে অভিনন্দন জানান কিঞ্চিতকে। তাৎক্ষণিকভাবে অভিনন্দন জানিয়েছেন গ্যালারিতে উপস্থিত থাকা দর্শকরাও।
ব্যাটে-বলে লড়াইয়ে পর রোমান্টিক পরিবেশের অবতারণা ঘটে এশিয়া কাপের মাঠে।
কিঞ্চিতের বিয়ের প্রস্তাবের ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। দুজনের ভবিষ্যত জীবনের শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন নেটিজেনরা।
ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া কিঞ্চিৎ হংকং দলে খেলেন মিডল অর্ডার ব্যাটার হিসেবে। ক্রিকেট তার পেশা নয়, নেশা। পেশায় তিনি জুয়েলারি ব্যবসায়ী। মূলত: বাবার ব্যবসায় দেখেন তিনি। কোটিপতি পরিবারের ছেলে তিনি। তার বাবা দেবাং শাহের হিরার ব্যবসা রয়েছে।
তিন মাস বয়সে কিঞ্চিতকে নিয়ে হংকংয়ে পাড়ি দেন তার বাবা দেবাং শাহ। সেখানেই বড় হয়েছেন কিঞ্চিত।