হাওর বার্তা ডেস্কঃ দুপুরে সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন কথা বলেছেন। তারপরও শোনা যাচ্ছিল, রাসেল ডোমিঙ্গো ইস্যুতে বেক্সিমকোয় নিজ অফিসে না হলেও গুলশানের বাসায় মিডিয়ার মুখোমুখি হতে পারেন নাজমুল হাসান পাপন। কিন্তু নাহ।
শেষ পর্যন্ত বিকেলে নিজের বাসায় আর তিনি মিডিয়ার মুখোমুখি হননি বিসিবি সভাপতি। কী করে হবেন? আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে যে তার দুবাই যাওয়ার কথা।
তবে অনেকেরই ধারণা, দুবাই যাওয়ার আগে বোর্ড প্রধান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডোমিঙ্গো ইস্যুতে মুখ খুলতেও পারেন। এখন সেই অপেক্ষা।
আগেই জানা, টিম ম্যানেজমেন্ট ছাড়াও এবার এশিয়া কাপে ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস আর বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও থাকবেন টিম বাংলাদেশের সঙ্গে। কদিন আগে বিসিবিতে সাংবাদিকদের সামনে বিসিবি প্রধান নিজেই জানিয়েছেন এ তথ্য।
যে কথা সেই কাজ। এশিয়া কাপ দেখতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরাটসের ঢাকা-দুবাই ফ্লাইটে দেশ ছাড়ার কথা পাপনের। সঙ্গে জালাল ইউনুসও যাবেন।
বোর্ড সভাপতি আর ক্রিকেট অপরেশন্স চেয়ারম্যান ছাড়া আরও দুজন একই ফ্লাইটে আজ রাতে দুবাই উড়ে যাচ্ছেন। তারা হলেন বোর্ড পরিচাল নাইমুর রহমান দুর্জয় আর নির্বাচক হাবিবুল বাশার সুমন।