ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হেরে যাওয়ার মতো সময় রোনালদোর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • ১০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে মরিয়া হয়ে উঠেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, অন্তত গণমাধ্যমের খবর এমনই। শুরুতে দলের অনুশীলনেও যোগ দেননি তিনি, ছিলেন না প্রাক মৌসুমের কিছু ম্যাচে।

তার এমন আচরণে অনেকেই বিরক্ত হয়েছেন।

তবে পুরোনো বন্ধু নানি ঠিকই বুঝতে পারছেন রোনালদোর এমন মরিয়া হওয়ার কারণ। ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই একসঙ্গে খেলা এই ফুটবলার বলছেন, হেরে যাওয়ার মতো যথেষ্ট সময় নেই রোনালদোর হাতে। তার আচরণকেও স্বাভাবিক বলে দাবি পর্তুগিজ তারকার।

‘ভাইব উইথ ফাইভ’ পডকাস্টে নানি বলেছেন, ‘আমরা একসঙ্গে খেলেছি অনেক সময় হয়ে গেল আর ক্রিস্টিয়ানো এখন বাচ্চা না। সময় বদলায়, প্রতিক্রিয়া আর আচরণও। কিন্তু আমরা যেমন দেখছি, সে সবসময় যা করে সেটাই করছে; হেরে যাওয়ার মতো সময় তার কাছে নেই, দল খারাপ করায় সে প্রতিক্রিয়া দেখাচ্ছে। ’

‘ক্রিস্টিয়ানোর জন্য, হেরে গিয়ে দলকে পুনরায় গড়ে তোলার অথবা পরের মৌসুমের জন্য অপেক্ষা করার সময় নেই। সে শীর্ষে থাকতে চায়, গোল করতে, নিজের মতো থাকতেও। এই কারণে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক, আমাদের সবারই ভুল প্রতিক্রিয়া থাকে কিছু সময়। ’

মৌসুমের শুরুটাও ভালো হয়নি ম্যান ইউনাইটেডের। নতুন কোচ এরিক টেন হাগের অধীনে প্রথম ম্যাচে ব্রাইটন আর দ্বিতীয়টিতে ৪-০ ব্যবধানে ব্রেন্টফোর্ডের কাছে হারতে হয়েছে তাদের। এখন অবধি এই দল শিরোপা জিততে পাররে, এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না। তাতে আদতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে পড়বেন রোনালদো। নানি বুঝতে পারছেন, এই দল গড়তে সময় লাগবে।

তিনি বলেছেন, ‘একমাত্র পার্থক্য হচ্ছে, এটা আলাদা সময়। সে আবার ম্যানচেস্টার ইউনাইনেটেডে খেলছে কিন্তু পুরো বিশ্বেই ভালো করেছে আলাদা দল ও খেলোয়াড়দের সঙ্গে। রোনালদো এখন এমন দলে আছে, যেখানে কোচ শক্তিশালী দল গড়তে চাইছে, এটা সহজ না, সময় লাগবে। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হেরে যাওয়ার মতো সময় রোনালদোর নেই

আপডেট টাইম : ১২:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২

হাওর বার্তা ডেস্কঃ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে মরিয়া হয়ে উঠেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, অন্তত গণমাধ্যমের খবর এমনই। শুরুতে দলের অনুশীলনেও যোগ দেননি তিনি, ছিলেন না প্রাক মৌসুমের কিছু ম্যাচে।

তার এমন আচরণে অনেকেই বিরক্ত হয়েছেন।

তবে পুরোনো বন্ধু নানি ঠিকই বুঝতে পারছেন রোনালদোর এমন মরিয়া হওয়ার কারণ। ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই একসঙ্গে খেলা এই ফুটবলার বলছেন, হেরে যাওয়ার মতো যথেষ্ট সময় নেই রোনালদোর হাতে। তার আচরণকেও স্বাভাবিক বলে দাবি পর্তুগিজ তারকার।

‘ভাইব উইথ ফাইভ’ পডকাস্টে নানি বলেছেন, ‘আমরা একসঙ্গে খেলেছি অনেক সময় হয়ে গেল আর ক্রিস্টিয়ানো এখন বাচ্চা না। সময় বদলায়, প্রতিক্রিয়া আর আচরণও। কিন্তু আমরা যেমন দেখছি, সে সবসময় যা করে সেটাই করছে; হেরে যাওয়ার মতো সময় তার কাছে নেই, দল খারাপ করায় সে প্রতিক্রিয়া দেখাচ্ছে। ’

‘ক্রিস্টিয়ানোর জন্য, হেরে গিয়ে দলকে পুনরায় গড়ে তোলার অথবা পরের মৌসুমের জন্য অপেক্ষা করার সময় নেই। সে শীর্ষে থাকতে চায়, গোল করতে, নিজের মতো থাকতেও। এই কারণে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক, আমাদের সবারই ভুল প্রতিক্রিয়া থাকে কিছু সময়। ’

মৌসুমের শুরুটাও ভালো হয়নি ম্যান ইউনাইটেডের। নতুন কোচ এরিক টেন হাগের অধীনে প্রথম ম্যাচে ব্রাইটন আর দ্বিতীয়টিতে ৪-০ ব্যবধানে ব্রেন্টফোর্ডের কাছে হারতে হয়েছে তাদের। এখন অবধি এই দল শিরোপা জিততে পাররে, এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না। তাতে আদতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে পড়বেন রোনালদো। নানি বুঝতে পারছেন, এই দল গড়তে সময় লাগবে।

তিনি বলেছেন, ‘একমাত্র পার্থক্য হচ্ছে, এটা আলাদা সময়। সে আবার ম্যানচেস্টার ইউনাইনেটেডে খেলছে কিন্তু পুরো বিশ্বেই ভালো করেছে আলাদা দল ও খেলোয়াড়দের সঙ্গে। রোনালদো এখন এমন দলে আছে, যেখানে কোচ শক্তিশালী দল গড়তে চাইছে, এটা সহজ না, সময় লাগবে। ’