ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছেন ইলন মাস্ক!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • ১১০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠের খেলায় একদম বাজে সময় পাড় করছে ক্লাবটি। একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে তারা চলতি মৌসুমে নেমে গেছে ইউরোপা লিগে। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তদের জন্য নতুন খবর দিলো ধনকুবের ইলন মাস্ক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটবার্তায় ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন।

বাংলাদেশ সময় বুধবার (১৭ আগস্ট) ভোরে করা টুইটবার্তায় ইলন মাস্ক লিখেছেন, আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছি। আপনাদের স্বাগতম। এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি ইলন মাস্ক। এমনকি সংবাদমাধ্যমের প্রশ্নেরও আর কোনো উত্তর দেননি তিনি।

বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা রয়েছে আমেরিকান গ্লেজার পরিবারের অধীনে। গতবছর ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, অন্তত ৪ বিলিয়ন পাউন্ড (প্রায় ৪.৮৪ বিলিয়ন ডলার) পেলে ইউনাইটেড ক্লাবকে বিক্রি করতে রাজি গ্লেজার পরিবার। ইলন মাস্কের টুইটের পর গ্লেজার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি। বর্তমানে প্রায় ২৬৯ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক। তাই তার পক্ষে ৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ইউনাইটেড কিনে নেওয়া অসম্ভব কোনো বিষয় নয়।

অবশ্য টুইট করেছেন দেখে যে সত্যিই ম্যানচেস্টার ইউনাইটেডকে কেনে নেবেন ইলন মাস্ক- এটি জোর দিয়ে বলার সুযোগ নেই। কেননা প্রায়ই বিভিন্ন বিষয়ে টুইটারে এক-দুই বাক্যের বার্তা দিয়ে থাকেন ইলন মাস্ক। যা পরে মজা করার অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। তাই আনুষ্ঠানিক বিবৃতির আগপর্যন্ত কিছুই জোর দিয়ে বলা যাচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছেন ইলন মাস্ক!

আপডেট টাইম : ১১:২৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২

হাওর বার্তা ডেস্কঃ ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠের খেলায় একদম বাজে সময় পাড় করছে ক্লাবটি। একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে তারা চলতি মৌসুমে নেমে গেছে ইউরোপা লিগে। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তদের জন্য নতুন খবর দিলো ধনকুবের ইলন মাস্ক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটবার্তায় ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন।

বাংলাদেশ সময় বুধবার (১৭ আগস্ট) ভোরে করা টুইটবার্তায় ইলন মাস্ক লিখেছেন, আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছি। আপনাদের স্বাগতম। এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি ইলন মাস্ক। এমনকি সংবাদমাধ্যমের প্রশ্নেরও আর কোনো উত্তর দেননি তিনি।

বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা রয়েছে আমেরিকান গ্লেজার পরিবারের অধীনে। গতবছর ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, অন্তত ৪ বিলিয়ন পাউন্ড (প্রায় ৪.৮৪ বিলিয়ন ডলার) পেলে ইউনাইটেড ক্লাবকে বিক্রি করতে রাজি গ্লেজার পরিবার। ইলন মাস্কের টুইটের পর গ্লেজার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি। বর্তমানে প্রায় ২৬৯ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক। তাই তার পক্ষে ৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ইউনাইটেড কিনে নেওয়া অসম্ভব কোনো বিষয় নয়।

অবশ্য টুইট করেছেন দেখে যে সত্যিই ম্যানচেস্টার ইউনাইটেডকে কেনে নেবেন ইলন মাস্ক- এটি জোর দিয়ে বলার সুযোগ নেই। কেননা প্রায়ই বিভিন্ন বিষয়ে টুইটারে এক-দুই বাক্যের বার্তা দিয়ে থাকেন ইলন মাস্ক। যা পরে মজা করার অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। তাই আনুষ্ঠানিক বিবৃতির আগপর্যন্ত কিছুই জোর দিয়ে বলা যাচ্ছে না।