স্বাধীন বিচার বিভাগ না থাকলে আমরা কেউ নিরাপদ থাকব না বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।
বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট একটি মামলার শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জের স্কুলশিক্ষককে কান ধরে উঠবোস করানো সভ্য সমাজ ও সাংবিধানিক আইনের শাসনের পরিপন্থী। তিনি বলেন, সংবিধানেই বলা আছে, কাউকে কোনো লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না। কিন্তু শিক্ষককে প্রকাশ্যে ছাত্র ও জনতার সামনে কান ধরে উঠবোস করানো জাতির জন্য লজ্জাকর।
কামাল হোসেন বলেন, কেউ কোনো অপরাধ করলে তার বিচারের জন্য দেশে আইন আছে। এই আইনে তার বিচার হয়। অভিযোগ পাওয়া গেলে চার্জশিট দেওয়া হয়। এরপর বিচারের বিষয়টি আসে।
কিন্তু এই শিক্ষককে বিনা বিচারে লাঞ্ছনাকর দণ্ড দেওয়া হয়েছে। আইন অনুযায়ী এই ধরনের দণ্ড কাউকে দেওয়া যায় না।