ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজারে এক সাংবাদিককে কুপিয়ে জখম, অবস্থা সংকটাপন্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • ১৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মৌলভীবাজারে আব্দুল বাছিত খান (৪২) নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

সাংবাদিক আব্দুল বাছিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি কমলগঞ্জের দৈনিক খবরপত্র ও নতুন দিনের প্রতিনিধি হিসেবে কর্মরত। তার বাবার নাম আব্দুল মালেক।

বাছিতকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী ছিনু রঞ্জন তালুকদার জানান, দুর্বৃত্তরা বাছিতের হাত-পাসহ দেহের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করেছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন।

প্রত্যক্ষদর্শী জানান, একটি বেসরকারি টিভি চ্যানেলের সহকর্মীর সঙ্গে উবাহাটা গ্রামে ঘুরতে যান বাছিন। বাড়ি ফেরার পথে ৭/৮ টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় একটি মোটরসাইকেল থেকে তিনজন নেমে এসে বাছিতকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল থেকে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় বাছিত খানের অবস্থা গুরুতর। তার দেহে একাধিক অস্ত্রোপচার করা হচ্ছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আমরা দুর্বৃত্তদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কী কারণে ওই সাংবাদিকের উপর হামলা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মৌলভীবাজারে এক সাংবাদিককে কুপিয়ে জখম, অবস্থা সংকটাপন্ন

আপডেট টাইম : ০৭:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২

হাওর বার্তা ডেস্কঃ মৌলভীবাজারে আব্দুল বাছিত খান (৪২) নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

সাংবাদিক আব্দুল বাছিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি কমলগঞ্জের দৈনিক খবরপত্র ও নতুন দিনের প্রতিনিধি হিসেবে কর্মরত। তার বাবার নাম আব্দুল মালেক।

বাছিতকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী ছিনু রঞ্জন তালুকদার জানান, দুর্বৃত্তরা বাছিতের হাত-পাসহ দেহের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করেছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন।

প্রত্যক্ষদর্শী জানান, একটি বেসরকারি টিভি চ্যানেলের সহকর্মীর সঙ্গে উবাহাটা গ্রামে ঘুরতে যান বাছিন। বাড়ি ফেরার পথে ৭/৮ টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় একটি মোটরসাইকেল থেকে তিনজন নেমে এসে বাছিতকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল থেকে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় বাছিত খানের অবস্থা গুরুতর। তার দেহে একাধিক অস্ত্রোপচার করা হচ্ছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আমরা দুর্বৃত্তদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কী কারণে ওই সাংবাদিকের উপর হামলা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।