হাওর বার্তা ডেস্কঃ নীলফামারীতে ফের বিপৎসীমা অতিক্রম করেছে তিস্তার পানি। আজ শনিবার রাত ৯টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পারি বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেখানে পানি বৃদ্ধি অব্যাহত আছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
গত ১ আগস্ট সোমবার উজানের ঢলে ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
২ আগস্ট কিছুটা কমে ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এসময় জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ি ইউনিয়নের ১৫টি গ্রামের চার সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। ৪ আগস্ট পানি কমে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়। এরপর দুই দিনের ব্যবধানে ফের নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলে পুনরায় বন্যার হুমকির মুখে পড়েছে এসব পরিবার।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, শনিবার সকাল ৯টায় ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার, বেলা ৩টায় ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর রাত ৯টায় পানি বেড়ে বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপরে উঠে। সেখানে নদীর পানির বিপৎসীমার ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।
ডালিয়া পানি উন্নয় বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, ‘তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় ব্যারাজের সবকটি (৪৪) জলকপাট খুলে রেখে সর্তকাবস্থায় রয়েছে পানি উন্নয় বোর্ড। ’