হাওর বার্তা ডেস্কঃ ইনজুরিতে পড়ে লিটন দাস ছিটকে পড়েছেন প্রথম ওয়ানডের পরই। একই দিন চোটে পড়েছেন পেসার শরিফুল ইসলামও। সিরিজের বাকি দুই ওয়ানডের জন্য তাই তড়িঘড়ি করে জিম্বাবুয়ে পাঠানো হচ্ছে ওপেনিং ব্যাটার নাঈম শেখ এবং পেসার এবাদত হোসেনকে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ (শনিবার) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন এই দুই ক্রিকেটার। নিশ্চিত করেছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র।
সূত্রটি জানিয়েছে, ওপেনার লিটনের বদলে স্কোয়াডে ঢুকবেন নাঈম। অন্যদিকে বাঁহাতি পেসার শরিফুলের চোটশঙ্কায় নেওয়া হচ্ছে এবাদতকে।
তবে বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনজুরির কারণে ছিটকে যাওয়া লিটন দাস এবং নুরুল হাসান সোহানের শূন্যস্থান পূরণের জন্যই নাঈম শেখ এবং পেসার এবাদত হোসেনকে দলে নেয়া হয়েছে।
রোববার দ্বিতীয় ম্যাচ শুরুর আগেই এই দুই ক্রিকেটার হারারেতে গিয়ে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।
সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০৩ রানের বড় সংগ্রহ গড়েও জিম্বাবুয়ের কাছে হেরে গেছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজ বাঁচাতে শেষ দুই ওয়ানডেতে জয় পেতেই হবে টাইগারদের।