,

FB_IMG_1659207991048

তাবলীগ জামাতে গেলে কি উপকারিতা হয়

হাওর বার্তা ডেস্কঃ তাবলীগে গিয়ে আলেম হওয়া যায় না ঠিক। কিন্তুু তাবলীগে গেলে যে সমস্ত ফায়দা হয় তার কিছু অংশ নিচে দেওয়া হলো

….
১. আমাদের ঈমান বাড়ে।
২. আমলের উন্নতি ঘটে।
৩. নামাজ-কালামে মনোযোগী হওয়া যায়।
৪. ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সম্পর্কে ধারণা পাওয়া যায়।
৫. ব্যক্তিগত জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বাড়ে।
৬. মসজিদের পরিবেশ মনকে পবিত্র রাখে।
৭. গোনাহকে পরিহার করা সহজ হয়।
৮. দুনিয়ার জীবনের পরিশুদ্ধি লাভ হয়।
৯. আখেরাতের জীবনের কথা মনে বসে।
১০. আল্লাহর ওয়াদার একীন পয়দা হয়।
১১. আল্লাহর আযাবের ভয় পয়দা হয়।
১২. খাটি মুসলমান হিসেবে চলা সহজ হয়।
১৩. সত্যবাদীতার উপর চলার অভ্যাস হয়।
১৪. মিথ্যাবাদীতা থেকে পরহেজ থাকা সহজ হয়।
১৫. অহেতুক কাজ-কর্ম থেকে বেচে থাকা সহজ হয়।
১৬. পরনিন্দা, গীবত, শেকায়েত সম্পর্কে জানা যায় এবং বেচে থাকা সহজ হয়।
১৭. এলেম শেখার অভ্যাস পয়দা হয়।
১৮. আল্লাহর জিকিরের অভ্যাস পয়দা হয়।
১৯. মুসলমান ভাইদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালবাসা সৃষ্টি হয়।
২০. মুসলিম নারীদের প্রতি সম্মান-শ্রদ্ধা বেড়ে যায়।
২১. কাফের-মুশরিকদের প্রতি মহব্বত পয়দা হয়।
২২. আমাদের ছোটদের প্রতি স্নেহ-মমতা বেড়ে যায়।
২৩. আলেম-ওলামাদের প্রতি সম্মান শ্রদ্ধা বেড়ে যায়।
২৪. কর্মজীবনে হালাল ভাবে চলার মনবাসনা তৈরী হয়।
২৫. কাজে ফাকি-অবহেলা চুরি ইত্যাদি থেকে নিজকে রক্ষা করা সহজ হয়।।
২৬. দায়িত্ব-কর্তব্যনিষ্ঠ জীবনের পয়দা হয়।
২৭. আমাদের জীবন পরিবর্তন হয়
আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াত ও তাবলীগের মেহনত করার তৌফিক দান করুক আমিন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর