সাফ অনূর্ধ্ব—২০ ফুটবল মালদ্বীপকে বধ করার মিশন আজ

হাওর বার্তা ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক তানভীর হোসেন ঢাকা থেকে ভারতের যাওয়ার আগে বলেছিলেন তারা সাফ চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচ আলাদা আলাদ করে দেখছেন। একটা একটা করে ম্যাচ এগিয়ে যেতে চান। ভারতের ওড়িশায় গিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচ শ্রীলঙ্কাকে হারিয়েছে ১-০ গোলে দ্বিতীয় ম্যাচে সবচেয়ে বড় শক্তিশালী দল ভারতকে কুপোকাত করেছে ২-১ গোলে। দুই ম্যাচ বাংলার ফুটবলারদের পারফরম্যান্স নজর কাড়া। দুই ম্যাচে ৬ পয়েন্ট তুলে নিয়ে এখন শীর্ষে রয়েছে। ভারত নিচে পড়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ।

গতকাল ভারত থেকে অধিনায়ক তানভীর হোসেন বলেছেন, ‘আমাদের প্ল্যানই ছিল ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাব। সেটাই হয়েছে। এখন আমাদের টার্গেট ফাইনালে যাওয়া। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আজ। জিততে পারলে আমরা কনফার্ম ফাইনালে যাব।’ মালদ্বীপকে হারাতে পারলে বাংলাদেশ সুবিধাজনক স্হানে থাকবে এবং অন্যান্য ম্যাচের হিসবাটা দেখতে হবে। কারণ ভুবনেশ্বরে কালিঙ্গা স্টেডিয়ামে সন্ধ্যায় বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ শুরু হওয়ার আগে একই মাঠে বিকালে সাড়ে ৪টায় ভারত-শ্রীলঙ্কা ম্যাচ রয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর