হাওর বার্তা ডেস্কঃ ভারতের বলিউডে ফের সবচেয়ে বেশি আয়কর দিলেন অভিনেতা অক্ষয় কুমার। এ জন্য আয়কর বিভাগ থেকে পেলেন বিশেষ সম্মাননাপত্র। গত পাঁচ বছর ধরে এই রেকর্ড ধরে রেখেছেন এ অভিনেতা।
যদিও আপাতত ইংল্যান্ডে রয়েছেন অক্ষয় কুমার। তাই তার পক্ষ থেকে বিশেষ সম্মাননাপত্র গ্রহণ করল তার টিম।
এটি খুব একটা আশ্চর্যের বিষয় নয় যে, পর পর পাঁচবার বিনোদন জগত থেকে সবচেয়ে বেশি ট্যাক্স দিলেন তিনি।
পিঙ্ক ভিলার একটি প্রতিবেদনে বলা হয়েছে, হাতে থাকা সিনেমার সংখ্যা হোক বা ব্র্যান্ড এনডোর্সমেন্ট, অক্ষয় বরাবরই থাকেন এগিয়ে। তাই সবচেয়ে বেশি করদাতা হিসেবে তার নাম সামনে আসায় সত্যি অবাক হওয়ার কিছু নেই।
অক্ষয় কুমারের সেই সম্মাননাপত্র ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
অক্ষয়কে শেষ দেখা গেছে ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মানুসি চিল্লার। যদিও বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। সেভাবে ব্যবসাও করতে পারেনি। সামনে একাধিক ছবি মুক্তি পাবে তার, ‘রক্ষা বন্ধন’, ‘রামসেতু’, ‘সেলফি’। হাতে রয়েছে ‘ওহ মাই গড ২’-ও। সামান্থার সঙ্গে সম্প্রতি হাজির হয়েছিলেন কফি উইথ করণে অতিথি হয়ে।
সেখানে অভিনেতা কথা বলেন সোশ্যাল মিডিয়ায় তাকে ‘কানাডা কুমার’ বলে ট্রোল করা নিয়ে। আসলে কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন অক্ষয় বেশ কয়েক বছর আগে। ২০১৯ সালে ফের ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেন তিনি।
করণ জোহর এ সময় অক্ষয়কে প্রশ্ন করেন, তোমাকে নিয়ে ট্রোল করা হয়?
তাতে অভিনেতা উত্তর দেন, হ্যাঁ বেশিরভাগ সময় আমার কানাডার পাসপোর্ট নিয়ে লেখা হয়। যদিও তাতে আমি পাত্তা দিই না।
এতে করণ বলেন, তোমাকে কানাডা কুমার বলে ডাকা হয়!
অক্ষয় উত্তর দেন, হ্যাঁ কানাডা কুমার। আচ্ছা তাই বলেই না হয় ডাকুক।