হাওর বার্তা ডেস্কঃ কুকুর, বিড়াল, খরগোশ কিংবা পাখি নয়, শখ করে সাপ পুষতেন এক যুবক। তাও যেনতেন সাপ নয়, ১৫ ফুট লম্বা একটা বিশাল সাপ। আর সেই সাপ পোষাই কাল হলো তার।
১৫ ফুট লম্বা সাপটি গলায় জড়িয়ে নিজের প্রাণটাই খোয়াতে বসেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় এই ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, এক যুবকের কার্ডিয়াক অ্যারেস্টের খবর পেয়ে পুলিশ ও প্যারামেডিকরা বুধবার পেনসিলভানিয়ার একটি বাড়িতে যায়। ঘটনাস্থলে পৌঁছে, তারা ২৮ বছর বয়সী ওই যুবককে বাড়ির মেঝেতে গলায় সাপ পেঁচানো অবস্থায় অজ্ঞান দেখতে পান। ওই যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি।
ইন্ডিপেন্ডেন্টকে আপার ম্যাকুঞ্জি টাউনশিপ পুলিশের লেফটেন্যান্ট পিটার নিকিশার বলেন, পুলিশ যত দ্রুত সম্ভব ওই ব্যক্তিতে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু সাপটি ছিল ‘খুব বড় এবং খুব মোটা’।
সাপটি অনেক লম্বা থাকায় সেটির মাথা ওই যুবকের শরীর থেকে বেশ দূরে ছিল। তাই পুলিশ সাপটিকে গুলি করার সিদ্ধান্ত নেয়।
অবশ্য সাপটি তাৎক্ষণিকভাবে মারা না গেলেও যুবকের গলা থেকে সরে যায়। তখন ওই যুবককে নিরাপদে সরিয়ে আনা হয়।
ওই যুবক এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।