,

IMG_20220721_170339

মিঠামইনের প্রবীণ রাজনীতিক আলী আজগর ভূঁইয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

রফিকুল ইসলামঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের প্রবীণ রাজনীতিক, ধলাই-বগাদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান সোহাগের বাবা শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও জমিদাতা সদস্য মো. আলী আজগর ভূঁইয়ার (৭২) মৃত্যু উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে ধলাই-বগাদিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে।

এতে উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন ধলাই-বগাদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক মো. সাইফুল ইসলাম ও নতুন বগাদিয়া জামে মসজিদের খতিব মাওলানা আহমদ আলী।

দোয়ায় মরহুম মো. মো. আলী আজগর ভূঁইয়ার এবং সকল কবরবাসীর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

উল্লেখ্য, মো. আলী আজগর ভূঁইয়া গত ১৪ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর