বিজয় দাস, প্রর্তিনিধি নেত্রকোনাঃ নেত্রকোনার কলমাকান্দার লেংগুড়া সীমান্ত এলাকা থেকে ১১ লাখ ৬১ হাজার টাকার ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার দুপুরে জব্দকৃত ৩৫৯ পিস শাগুন শাড়ী ও ২১ পিস সালমা সিল্ক শাড়ী। ভারতীয় চোরাচালানকৃত এসব পণ্য নেত্রকোনা কাষ্টমস অফিস জমা দেওয়া হয়েছে। তবে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
আজ শনিবার দুপুরের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নে ৩১ বিজিবির লেংগুরা বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। এ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে ওই বিওপির ১৭ সদস্যের একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানের সময় গতকাল শুক্রবার বিকেলের দিকে সীমান্ত পিলার ১১৬৯ হতে আনুমানিক একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ভরতপুর নামক স্থানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ভারতীয় শাড়ী জব্দ করে বিজিবির এই আভিযানিক দলটি।