হাওর বার্তা ডেস্কঃ ওয়ানডে ফরম্যাটে মাঠে নামলেই জ্বলে উঠে বাংলাদেশ। যেখানে সাকিব বাহিনী আর মাহমুদউল্লাহ বাহিনীর ভরাডুবি দেখতে দেখতে সমর্থকরা অভ্যস্ত হয়ে পড়ছেন, সেখানে তামিমের নেতৃত্বাধীন ৫০ ওভারের দলটি হেসেখেলে প্রতিপক্ষকে হারাচ্ছে ধারাবাহিকভাবেই।
বুধবার ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছেন টাইগাররা।
উইকেটের হিসাবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়গুলোর একটি। এর আগে চারবার প্রতিপক্ষকে ৯ উইকেটে হারানোর কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ।
২০০৬ সালে কেনিয়া, জিম্বাবুয়ে ২০১৫ এবং ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছেন টাইগাররা।
শুধু তাই নয়, এই প্রথমবারের মতো দেশের বাইরে হ্যাটট্রিক (টানা তিনটি) ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ডও গড়েছে বাংলাদেশ।
চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জেতেন টাইগাররা। তার আগে বিদেশ সফর ছিল জিম্বাবুয়েতে। গত বছরের জুলাইয়ে সে সিরিজে ৩-০ ব্যবধানে জেতে বাংলাদেশ।