,

image-566650-1656237305

৯ বছর পর সুখবর দিলেন নওশীন

হাওর বার্তা ডেস্কঃ ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন টিভি পর্দার জনপ্রিয় মুখ নওশীন নাহরীন। মা হতে চলেছেন এ অভিনেত্রী ও উপস্থাপিকা।

অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে ২০১৩ সালের ১ মার্চ ঘর বেঁধেছিলেন নওশীন। সংসার জীবনের ৯ বছর পর পেলেন কাঙ্ক্ষিত সুখবর।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন নওশীন-হিল্লোল। তাই টিভি পর্দায় তেমন একটা দেখা যায় না তাদের।

শনিবার অনুষ্ঠিত হয়েছে নওশীনের বেবি শাওয়ার। সেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশের বেশ কয়েকজন তারকা অংশ নিয়েছেন। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী রিচি সোলায়মান, চলচ্চিত্র অভিনেতা কাজী মারুফ, মডেল-অভিনেত্রী মোনালিসা, অভিনেত্রী তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও নায়িকা রোমানা।

জানা গেছে, নওশীনের শারীরিক অবস্থা ভালো। অনাগত সন্তানের খেয়াল রাখছেন। আগামী মাসেই নতুন অতিথির আগমন ঘটবে এ দম্পতির ঘরে।

তবে নিজেদের প্রথম সন্তানের খবর নিয়ে গণমাধ্যমকে এখনো কিছু বলেননি নওশীন বা হিল্লোল।

নওশীন নাহরিন বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল সেন্টারে চাকরিরত। আর হিল্লোল বর্তমানে ইউটিউব ও ফেসবুকে ফুড ব্লগিং করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর