ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মিস ইউনিওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতার পঞ্চম লিওরনা চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • ১১১ বার

হাওর বার্তা ডেস্কঃ মিস ইউনিওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতার পঞ্চম স্থান অর্জন করেছেন বাংলাদেশের লিওরনা চৌধুরী। কুয়ালালামপুরে অনুষ্ঠিত বিশ্বের ৪৩ দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতা করে দেশের জন্য এ অর্জন করেন। ভারত ও পাকিস্তানে সুন্দরীদের তিনি পেছনে ফেলেছেন। গত ১৫ জুন মালয়েশিয়ায় মিস ইউনিওয়ার্ল্ড অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেন মালয়েশিয়ার মিস ইউনিওয়ার্ল্ড-এর স্থানীয় আয়োজক দাতু রিস তিয়ারা।

আয়োজনে লিওরনা চৌধুরী প্রথমে ৪১ নম্বর সিরিয়াল থেকে লড়াই করে ২৮তম অবস্থানে আসেন। এরপর বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে ২৮ থেকে ১৫তে আসেন এবং গ্র্যান্ড ফাইনালে তিনি সকল ক্রাইটেরিয়া পরিপূর্ণ করে টপ ১২তে স্থান করে নেন। পরের রাউন্ডে ৫ম স্থান অর্জন করেন। এ কারণে লিওরনাকে ডায়মন্ড, গোল্ড কো¤পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত করা হয়েছে। এছাড়া চিয়ারফুল পারফরমেন্সের জন্য খ্যাতি হিসেবে চিয়ারফুল সার্টিফিকেট পান তিনি। চট্টগ্রামের মেয়ে লিওরনা। তিনি লিও নামেই বেশি পরিচিত। তবে বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় কেটেছে তার শৈশব। মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর, মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি।

বর্তমানে একই বিষয়ে পিএইচডি রিসার্চ করছেন। এছাড়া মালয়েশিয়ায় দীর্ঘ দশ বছর ধরে ফ্যাশন প্যারেডে ক্যাটওয়াক করছেন লিওরনা। মাল্টি কালচারাল দেশ হিসেবে মালয়েশিয়ায় জাতীয় পোশাক কাবায়া, শাড়ি আয়কন ইত্যাদি টাইটেল পেয়েছেন এবং স্থানীয় কোমপানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত আছেন। ২৮ হাজার বাংলাদেশি স্টুডেন্টস এবং ১৩০ জন বাংলাদেশি প্রফেসরদের নিয়ে গঠিত বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরাম মালয়েশিয়া  (বারফোর্ম)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন লিওরনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিস ইউনিওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতার পঞ্চম লিওরনা চৌধুরী

আপডেট টাইম : ০৯:৫১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২

হাওর বার্তা ডেস্কঃ মিস ইউনিওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতার পঞ্চম স্থান অর্জন করেছেন বাংলাদেশের লিওরনা চৌধুরী। কুয়ালালামপুরে অনুষ্ঠিত বিশ্বের ৪৩ দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতা করে দেশের জন্য এ অর্জন করেন। ভারত ও পাকিস্তানে সুন্দরীদের তিনি পেছনে ফেলেছেন। গত ১৫ জুন মালয়েশিয়ায় মিস ইউনিওয়ার্ল্ড অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেন মালয়েশিয়ার মিস ইউনিওয়ার্ল্ড-এর স্থানীয় আয়োজক দাতু রিস তিয়ারা।

আয়োজনে লিওরনা চৌধুরী প্রথমে ৪১ নম্বর সিরিয়াল থেকে লড়াই করে ২৮তম অবস্থানে আসেন। এরপর বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে ২৮ থেকে ১৫তে আসেন এবং গ্র্যান্ড ফাইনালে তিনি সকল ক্রাইটেরিয়া পরিপূর্ণ করে টপ ১২তে স্থান করে নেন। পরের রাউন্ডে ৫ম স্থান অর্জন করেন। এ কারণে লিওরনাকে ডায়মন্ড, গোল্ড কো¤পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত করা হয়েছে। এছাড়া চিয়ারফুল পারফরমেন্সের জন্য খ্যাতি হিসেবে চিয়ারফুল সার্টিফিকেট পান তিনি। চট্টগ্রামের মেয়ে লিওরনা। তিনি লিও নামেই বেশি পরিচিত। তবে বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় কেটেছে তার শৈশব। মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর, মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি।

বর্তমানে একই বিষয়ে পিএইচডি রিসার্চ করছেন। এছাড়া মালয়েশিয়ায় দীর্ঘ দশ বছর ধরে ফ্যাশন প্যারেডে ক্যাটওয়াক করছেন লিওরনা। মাল্টি কালচারাল দেশ হিসেবে মালয়েশিয়ায় জাতীয় পোশাক কাবায়া, শাড়ি আয়কন ইত্যাদি টাইটেল পেয়েছেন এবং স্থানীয় কোমপানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত আছেন। ২৮ হাজার বাংলাদেশি স্টুডেন্টস এবং ১৩০ জন বাংলাদেশি প্রফেসরদের নিয়ে গঠিত বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরাম মালয়েশিয়া  (বারফোর্ম)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন লিওরনা।