মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করার জন্য তার পরিবারের স্বজনরা কারাগারের অভ্যন্তরে ঢুকেছেন। দুইটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারে ২১ জন স্বজন কারাগারের ভেতরে ঢুকেন।
স্বজনদের মধ্যে নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী, বড় মেয়ে মোহসিনা ফাতেমা, ছেলে ব্যারিস্টার নাজিম মোমেন, ডা. নাইমুর রহমান খালেদ, ছোট মেয়ে খাদিজা, দুই ছেলের স্ত্রী, দুই নাতি, চাচাতো ভাই, ভাইয়ের মেয়েসহ নিকটাত্মীয়রা।
বনানীর মিশন নাহার থেকে ৬টা ২৫ মিনিটে তারা কারাগারের উদ্দেশে রওনা হোন।
মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে পৌঁছান। ৭টা ৫৮ মিনিটে কারা অভ্যন্তরে প্রবেশ করেন। ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের কনডেমড সেলে নিজামীকে রাখা হয়েছে।
এদিকে, কারাগারের একটি সূত্র জানিয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে নিজামীর ফাঁসির রায় কার্যকর করার নির্দেশনা রয়েছে। সেদিক বিবেচনায় জীবনের শেষ খাবার হিসেবে কি কি খেতে চান এমনটাও আজ সোমবার দুপুরেই জানতে চাওয়া হয় নিজামীর কাছে। তিনি নিজের স্ত্রীর হাতে রান্না করা সাদা ভাত, ইলিশ মাছের ঝোল তরকারি, বেগুন ভাজি ও মাশকলাইয়ের ডাল খেতে চেয়েছেন।
সংবাদ শিরোনাম
শেষ খাবার হিসেবে যা খেতে চেয়েছেন নিজামী
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০১৬
- ২৫৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ