পুলিশের হাত থেকে বাঁচিয়ে ভক্তের আবদার মেটালেন আলেক্সিস সানচেজ। আর্সেনালের এ চিলিয়ান স্ট্রাইকার গত মওসুমে দারুণ করেছেন। গানারদের হয়ে ২৪ গোল করেছেন তিনি। এছাড়া এফএ কাপের ফাইনাল অ্যাস্টন ভিলাকে হারিয়ে আর্সেনালের শিরোপা জয়ের নায়ক তিনি। মওসুম শেষে দেশে ফিরেছেন সানচেজ। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় দেশের হয়ে খেলবেন তিনি। কিন্তু ইংল্যান্ড ছাড়ার সময় বিড়ম্বনায় পড়েন বার্সেলোনার সাবেক এ স্ট্রাইকার। তারকা এ খেলোয়াড়কে বিদায় জানাতে বিমানবন্দরে কয়েক হাজার গানার সমর্থক হাজির হন। তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছিল পুলিশ সদস্যরা। হঠাৎ করে নিরাপত্তা বেষ্টনি ভেঙে একজন নারী ভক্ত সানচেজের কাছে চলে যান। পুলিশ কড়িঘড়ি করে তাকে টেনে দূরে দিতে উদ্যত হন। কিন্তু নাছোড়বান্দা ওই ভক্ত চিৎকার করে সানচেজের সঙ্গে ছুবি তুলতে চান। ভক্তের এই অবস্থা দেখে চিলির এ স্ট্রাইকার স্থির থাকতে পারেন নি। তিনি মেয়েটিকে ছেড়ে দিতে বলেন পুলিশকে। নিজেই পুলিশের কাছ থেকে মেয়েটিয়ে কাছে ডেকে নেন। মেয়েটির আবদার পূরণ করতে তার সঙ্গে সেলফি তোলেন সানচেজ।
কোপা আমেরিকার ৪৪ তম আসরের আয়োজক চিলি। ১১ জুন উদ্বোধনী দিনে সানচেজের চিলি ইকুয়েডরের মুখোমুখি হবে। তাদের গ্রুপে রয়েছে মেক্সিকো ও বলিভিয়া। কোপা আমেরিকায় এখনও চিলি শিরোপা জিততে পারেনি।
সংবাদ শিরোনাম
মেয়ে ভক্তের আবদার মেটালেন সানচেজ
- Reporter Name
- আপডেট টাইম : ০৫:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০১৫
- ৩৯৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ