হাওর বার্তা ডেস্কঃ ৭ ওভার মেডেন নিয়ে মাত্র ২ রান দিয়ে নিলেন ৪ উইকেট! এমন অবিশ্বাস্য পারফরমেন্স দেখিয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটার নাহিদা আক্তার।
বাঁহাতি এই স্পিনারের অসাধারণ বোলিংয়ে শনিবার কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমিকে ৮ উইকেটে উড়িয়ে দিল রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কেরানীগঞ্জ।
প্রথম স্পেলে ৫ ওভার বোলিং করে পাঁচটিই মেডেন নেন নাহিদা। একটি উইকেটও শিকার করেন।
দ্বিতীয় স্পেলে নেন বাকি তিন উইকেট। দলটির মিডল অর্ডারে ধস নামান নাহিদা একাই। প্রতিপক্ষের মিডলঅর্ডারের ৪ ব্যাটারকেই সাজঘরে ফেরান তিনি।
নাহিদার দ্বিতীয় স্পেলেও রান করতে পারছিল না কেরানীগঞ্জের ব্যাটাররা। নিজের সপ্তম ওভারে একটি রান দেন নাহিদা।
শুরুতেই ভাঙেন তিনি ইতি ও তাহিন তাহেরার ১২০ বল স্থায়ী ৩৯ রানের জুটি। নবম ওভারে দেন একটি ওয়াইড।
এই দুই রানই আসে তার ৯.৪ ওভারের বোলিংয়ে।
নাহিদার দুর্দান্ত বোলিংয়ে ৪৭.৪ ওভারে ১০০ রান করে অলআউট হয়ে যায় কেরানীগঞ্জ।
১০১ রানের লক্ষ্যে সানজিদাকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন ফারজানা। ৭ চারে ২৯ রানে করা সানজিদার বিদায়ে ভাঙে জুটি।
৬৬ বলে ফিফটি স্পর্শ করা ফারজানা দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শুকতারাকে নিয়ে। ১১ চারে ৫৫ রান নিয়ে মাঠ ছাড়েন ফারজানা, শুকতারা ২ চারে করেন ১২।
সংক্ষিপ্ত স্কোর:
কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি: ৪৭.৪ ওভারে ১০০ (নাজ ১১, তমালিকা ০, সুমি ৫, কামরুন ৩, ইতি ৩৩, তাহিন ১১, জহুরা ০, ত্রিপাঠী ৪, তৃষ্ণা ৮, পিংকি ০, ঝুমুর ০*; পুজা ৯-১-২০-২, রুপা ৭-০-২৩-১, নাহিদা ৯.৪-৭-২-৪, মুক্তা ৮-৩-১৮-২, লাখি ৪-০-৭-০, শরিফা ৪-১-১০-০, শুকতারা ৬-০-১০-০)
রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ: ২১ ওভারে ১০৩/২ (সানজিদা ২৯, সাথী ০, ফারজানা ৫৫*, শুকতারা ১২*; তৃষ্ণা ৫-১-১৮-০, ত্রিপাঠী ৪-১-২৩-১, পিংকি ২-০-১৭-১, তমালিকা ৬-০-২৮-০, ঝুমুর ৪-১-১৭-০)
ফল: রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ ৮ উইকেটে জয়ী