হাওর বার্তা ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব লিভারপুল।
ফ্রান্সের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত ১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলার ফলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কিক-অফ বিলম্বিত হয়েছে। খবর মিররের।
খবরে বলা হয়, অসংখ্য লিভারপুল সমর্থক স্টেডিয়ামে প্রবেশের সময় বিশৃঙ্খলার সষ্টি হয়। সে সময় স্টেডিয়ামের চারপাশে বড় পর্দায় একটি বার্তা লেখা ছিল যে, নিরাপত্তা সমস্যার কারণে ম্যাচটি ১৫ মিনিট বিলম্বিত হবে। পরে আরও দেরি হবে বলে জানানো হয়। অবেশেষে বাংলাদেশ সময় রাত ১টা ৩৬ মিনিটে খেলা শুরু হয়।
তবে স্টেডিয়াম কর্তৃপক্ষ বলছে, দর্শকদের আসতে দেরি হওয়ার কারণে ম্যাচ কিছু সময়ের জন্য বিলম্বিত হয়েছে।
তবে বিলম্বিত হলেও এখন দেখার পালা কে জিতবে এবারের ফাইনাল? কার হাতে যাবে ইউরোপের শ্রেষ্ঠত্বের ট্রফি? রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা নাকি লিভারপুলের মোহাম্মদ সালাহর হাতে?
রিয়াল মাদ্রিদ ও লিভারপুল সর্বশেষবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল ২০১৮ সালে। সেবার রেডদের হারিয়ে রেকর্ড ১৩তম শিরোপা ঘরে তুলেছিল রিয়াল।