ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হজের ব্যয় বাড়ল ৫৯ হাজার টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • ১৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সউদী আরবে আবশ্যকীয় ব্যয় ৫৯ হাজার টাকা বাড়িয়ে হজ প্যাকেজের সর্বনি¤œ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। সউদী সরকারের ঘোষিত মোয়াল্লেম ফি’অনুসরণ করেই ৫৯ হাজার টাকা হজ প্যাকেজে অর্ন্তভূক্ত করা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে বর্ধিত হজ প্যাকেজ ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সউদী সরকার মিনায় অবস্থান স্থলের ভিত্তিতে চার ক্যাটাগরিতে বিভক্ত করে চার ধাপের ব্যয়ের বিবরণ নির্ধারণ করেছে। এর মধ্যে সর্বনিম্ন ব্যয়ের ধাপ ডি ও সি প্রকাশ করেছে। এতে মোয়াল্লেম ফি সি অনুসারে ১ লাখ ৫ হাজার ৫৯৭ টাকা এবং ডি অনুসারে ৭৪ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে। উন্নতমানের বাস সার্ভিস, ট্রেন ভাড়া এবং বাড়িভাড়া হতে উভয় প্যাকেজে কিছু অর্থ সাশ্রয় করা গেছে।

হজযাত্রীদের আর্থসামাজিক অবস্থার প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি রেখে উভয় প্যাকেজে সউদী আরবে আবশ্যকীয় ব্যয় ৫৯ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩০ মে’র মধ্যে হজযাত্রীকে হজ প্যাকেজের সর্বনিম্ন ব্যয়ের অর্থ ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা সংশ্লিষ্ট ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে। এ লক্ষ্যে আগামীকাল শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়া হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-১ এর অধীনে জনপ্রতি ৪ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা ধরা হয়েছিল। প্যাকেজ-২ এর অধীনে ধরা হয় জনপ্রতি ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। সরকারি ব্যবস্থাপনায় এ দুটি প্যাকেজের সঙ্গে বাড়তি ৫৯ হাজার টাকা যোগ হবে। প্যাকেজ-১ এর খরচ বেড়ে হবে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা ও প্যাকেজ-২ এর খরচ বেড়ে হবে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকার সঙ্গে ৫৯ হাজার টাকা যোগ হয়ে মোট ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা খরচ হবে।

প্রতিমন্ত্রী জানান, করোনা মহামারির কারণে রাজকীয় সউদী সরকার কর্তৃক হজের ঘোষণার বিলম্বের জন্য এবং সউদী আরব থেকে প্রকৃত খরচের বিবরণী না পাওয়ায় সম্ভাব্য ব্যয় বিবেচনা করে প্রভিশনাল হজ প্যাকেজ প্রস্তুত করা হয়েছিল। ধর্ম প্রতিমন্ত্রী বলেন আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ৩ জুলাই। আর ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।

তিনি জানান, আগামী ৩ জুলাই আশকোণাস্থ হজ ক্যাম্প উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানানো হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হাজীদের সেবায় নিয়োজিত ২৬ জন কর্মকর্তাকে প্রশাসনিক টিমে সউদী যাওয়ার অনুমোদন দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, হাব বর্ধিত ব্যয় ৫৯ হাজার টাকা মেনে নিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম, হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও উপসচিব (হজ) আবুল কাশেম মো. শাহীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

হজের ব্যয় বাড়ল ৫৯ হাজার টাকা

আপডেট টাইম : ১০:৩৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২

হাওর বার্তা ডেস্কঃ সউদী আরবে আবশ্যকীয় ব্যয় ৫৯ হাজার টাকা বাড়িয়ে হজ প্যাকেজের সর্বনি¤œ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। সউদী সরকারের ঘোষিত মোয়াল্লেম ফি’অনুসরণ করেই ৫৯ হাজার টাকা হজ প্যাকেজে অর্ন্তভূক্ত করা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে বর্ধিত হজ প্যাকেজ ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সউদী সরকার মিনায় অবস্থান স্থলের ভিত্তিতে চার ক্যাটাগরিতে বিভক্ত করে চার ধাপের ব্যয়ের বিবরণ নির্ধারণ করেছে। এর মধ্যে সর্বনিম্ন ব্যয়ের ধাপ ডি ও সি প্রকাশ করেছে। এতে মোয়াল্লেম ফি সি অনুসারে ১ লাখ ৫ হাজার ৫৯৭ টাকা এবং ডি অনুসারে ৭৪ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে। উন্নতমানের বাস সার্ভিস, ট্রেন ভাড়া এবং বাড়িভাড়া হতে উভয় প্যাকেজে কিছু অর্থ সাশ্রয় করা গেছে।

হজযাত্রীদের আর্থসামাজিক অবস্থার প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি রেখে উভয় প্যাকেজে সউদী আরবে আবশ্যকীয় ব্যয় ৫৯ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩০ মে’র মধ্যে হজযাত্রীকে হজ প্যাকেজের সর্বনিম্ন ব্যয়ের অর্থ ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা সংশ্লিষ্ট ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে। এ লক্ষ্যে আগামীকাল শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়া হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-১ এর অধীনে জনপ্রতি ৪ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা ধরা হয়েছিল। প্যাকেজ-২ এর অধীনে ধরা হয় জনপ্রতি ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। সরকারি ব্যবস্থাপনায় এ দুটি প্যাকেজের সঙ্গে বাড়তি ৫৯ হাজার টাকা যোগ হবে। প্যাকেজ-১ এর খরচ বেড়ে হবে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা ও প্যাকেজ-২ এর খরচ বেড়ে হবে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকার সঙ্গে ৫৯ হাজার টাকা যোগ হয়ে মোট ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা খরচ হবে।

প্রতিমন্ত্রী জানান, করোনা মহামারির কারণে রাজকীয় সউদী সরকার কর্তৃক হজের ঘোষণার বিলম্বের জন্য এবং সউদী আরব থেকে প্রকৃত খরচের বিবরণী না পাওয়ায় সম্ভাব্য ব্যয় বিবেচনা করে প্রভিশনাল হজ প্যাকেজ প্রস্তুত করা হয়েছিল। ধর্ম প্রতিমন্ত্রী বলেন আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ৩ জুলাই। আর ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।

তিনি জানান, আগামী ৩ জুলাই আশকোণাস্থ হজ ক্যাম্প উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানানো হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হাজীদের সেবায় নিয়োজিত ২৬ জন কর্মকর্তাকে প্রশাসনিক টিমে সউদী যাওয়ার অনুমোদন দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, হাব বর্ধিত ব্যয় ৫৯ হাজার টাকা মেনে নিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম, হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও উপসচিব (হজ) আবুল কাশেম মো. শাহীন।