হাওর বার্তা ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রে স্ত্রীর সঙ্গে অভিমান করে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তার অন্যতম অভিযোগ ছিল, স্ত্রী ঠিকমতো শাড়ি পরতে পারে না।
মঙ্গলবার নিজের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর এনডিটিভির।
ওই ব্যক্তির নাম সমাধান সাওলে। বাড়ি মহারাষ্ট্রের মুকুন্দনগরে।
প্রতিবেদনে বলা হয়েছে, সমাধানের ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, ‘আমার স্ত্রী ঠিকমতো শাড়ি পরতে পারে না। হাঁটে না ঠিক করে। আমার সঙ্গে ঠিকমতো কথাও বলে না।’
প্রতিবেদনে আরও বলা হয়, ছয় মাস আগে বিয়ে হয়েছিল সমাধানের। পুলিশ জানিয়েছে, সমাধানের থেকে তার স্ত্রী প্রায় ছয় বছরের বড়।
সুইসাইড নোটে সমাধান অভিযোগ করেছেন, স্ত্রীর এমন আচরণে তিনি খুবই অসন্তুষ্ট।
তবে স্ত্রী ঠিকমতো শাড়ি পরতে না পারায় কেউ আত্মহত্যা করতে পারে, এ কথা মানতে চায় না ভারতীয় পুলিশও।
এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।