হাওর বার্তা ডেস্কঃ গ্লাসে পানি নিয়ে তা হাতে ধরে রেখেছেন এক ব্যক্তি। আর সেখান থেকে পানি পান করছে তৃষ্ণার্ত ‘ব্ল্যাক কোবরা’।
পৃথিবীর অন্যতম বিষধর সাপকে এভাবে পানি খাওয়ানোর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়ার পর ভাইরাল হয়েছে।
ভারতের আইএফএস কর্মকর্তা সুশান্ত নন্দ টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন।
তাতে দেখা যায়, একটি বানর এবং কয়েকটি হাঁসের বাচ্চা তরমুজ ভাগ করে খাচ্ছে।
এরপর এনসিসুকুমার ভিডিওটি পোস্ট করেন। যাতে দেখা যায়, কোবরাকে পানি পান করাচ্ছেন এক ব্যক্তি।
ভিডিওটি যদিও পুরনো। তবে নতুন করে এটি নেটিজেনরা শেয়ার করছেন।