,

175701kalerkantho_jpg

আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের মৃত্যু

হাওর বার্তা ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান (৭৩) শুক্রবার শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম এই খবর দিয়েছে। বেশ কয়েক বছর অসুস্থতার সঙ্গে লড়াই করে শেখ খলিফার মৃত্যু হলো।

বার্তা সংস্থা ওয়াম ‘প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ইউএইর জনগণ ও ইসলামি বিশ্বের জনগণকে দুঃখের সঙ্গে জানাচ্ছে, ১৩ মে শুক্রবার শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান মারা গেছেন।

 মন্ত্রণালয় জানায়, শুক্রবার থেকে ৪০ দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শোকের প্রথম তিন দিন সরকারি ও বেসরকারি অফিস-আদালত ও কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ইউএই’র রাজধানী আবুধাবির ১৬তম শাসক হিসেবে বাবার স্থলাভিষিক্ত হয়ে শেখ খলিফা বিন জায়েদ ২০০৪ সালে দেশের দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৪ সালের পর থেকে তাঁকে জনসমক্ষে কম দেখা যেত। তিনি বিশ্বের অবশিষ্ট রাজা-বাদশাহদের মধ্যে সবচেয়ে ধনাঢ্যদের একজন ছিলেন।

সূত্র : এএফপি, বিবিসি

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর