হাওর বার্তা ডেস্কঃ সিনেমায় দেখা যায় যে, কোনো অভিজ্ঞতা ছাড়াই যাত্রীরা দিব্যি বিমান অবতরণ করছেন। তবে শুধু সিনেমা নয়, বাস্তবেই পাইলট হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই বিমান অবতরণ করিয়েছেন এক যাত্রী।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।
সিএনএন জানায়, পাইলট অসুস্থ হয়ে পড়ার পর ওই ব্যক্তি বিমানটির নিয়ন্ত্রণ নেন। কিন্তু বিমান উড়ানোর ব্যাপারে কোনো ধারণা নেই বলে তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলে (এটিসি) জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই যাত্রী সিনএনকে জানান, আমি খুব ভয়াবহ সমস্যায় পড়েছিলাম। পাইলট অসুস্থ হয়ে পড়েছিল। আমারও ধারণা ছিল না কিভাবে বিমান চালাতে হয়।
বিমানের অবস্থান জানার পর এটিসির কর্মীরা ওই যাত্রীকে বিমানটি কীভাবে অবতরণ করতে হবে সে সম্পর্কে নির্দেশনা দিতে শুরু করে।
এটিসির কর্মীরা ওই যাত্রীকে বলেন, পাখার স্তর ধরে রাখার চেষ্টা করুন এবং দেখুন আপনি নামতে শুরু করতে পারেন কিনা। নিয়ন্ত্রণে এগিয়ে যান এবং খুব ধীর গতিতে নেমে যান। উত্তর বা দক্ষিণ দিকে উপকূল অনুসরণ করার চেষ্টা করুন। আমরা আপনাকে খুঁজে বের করার চেষ্টা করছি।
এক ইঞ্জিনবিশিষ্ট ওই বিমানে পাইলট ছাড়াও দুইজন যাত্রী ছিলেন। বিমানটি দক্ষিণ ফ্লোরিডায় থাকার সময় এটিসিতে একটি কল করেন যাত্রীরা।
পরে এটিসির নির্দেশনা অনুযায়ী কোনো বিপত্তি ছাড়াই বিমানটি অবতরণ করেন ওই যাত্রী।
পাইলটের কি হয়েছিল সে ব্যাপারে এখানো জানা যায়নি। তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ঘটনার তদন্ত শুরু করেছে।