হাওর বার্তা ডেস্কঃ সন্তানের জন্য মায়েরা অনেক কিছুই ত্যাগ করেন। এমনকি নিজের জীবন দিতেও ভাবেন না অনেকেই। এমনই মমতাময়ী একজন লড়াকু মায়ের ভিডিও ভাইরাল হয়েছে আন্তর্জাতিক মা দিবসে।
ভিডিওতে দেখা যায়, জন্মগতভাবে হাত নেই এমন একজন মাকে।
সম্প্রতি ভাইরাল হয়েছে ভিডিওটি। তাতে দেখা যায়, বেলজিয়ামের শিল্পী সারাহ তালবি পা দিয়ে ছোট্ট সন্তানের জামা খুলে দিচ্ছেন। তার পর অন্য একটি জামা আবার একইভাবে পরিয়ে দিচ্ছেন।
ভিডিওটি তালবি দিয়েছিলেন নিজের ইউটিউব চ্যানেলে। মা দিবসে সেই ভিডিওর একটি সংক্ষিপ্ত রূপ ছড়িয়ে পড়েছে দিকে দিকে।
সূত্র: দ্য বিজনেস গাইড আফ্রিকা।