পুতিন-জেলেনস্কি তুরস্কে আলোচনায় বসবেন, আশাবাদ এরদোগানের

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশ দুটির প্রেসিডেন্ট ইস্তাম্বুলে বৈঠকে বসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আজ শুক্রবার জুমার নামাজ শেষে সাংবাদিকদের কাছে তুর্কি প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান।

এরদোগান বলেন, চলমান নেতিবাচক বিষয় ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কির কাছে ইতিবাচক করতে পারলে আমাদের খুব ভালো লাগবে।
এর আগে মঙ্গলবার রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা ইস্তামবুলে আলোচনায় বসেন। ওই আলোচনায় কিয়েভ এবং চেহেরনিভ শহরে রাশিয়া আক্রমণ কমানোর ঘোষণা দেয়। যদিও পরবর্তীতে ইউক্রেন অভিযোগ করছে, রাশিয়া তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর