ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মাদক ব্যবসায়ীদের হামলায় পাঁচ জন পুলিশ আহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • ৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের হামলায় এক এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ১ জনকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

তারা হচ্ছেন চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলাম ও কনস্টেবল মো. জুয়েল।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। রাতে আহত পুলিশ সদস্যদের দেখতে সদর হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক ধাম জানান, ঘটনার পর থেকেই মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান চালানো হয়। এ ঘটনায় অনেকগুলো টিম অভিযান চালাচ্ছে। তাই নিশ্চিত করে বলা যাচ্ছেনা কতজন আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ দেউন্দি চা বাগানে অভিযান চালায়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছলে মাদক ব্যবসায়ীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও চুনারুঘাট থানার অন্যান্য পুলিশ আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এছাড়াও গুরুতর আহত অবস্থায় কনস্টেবল জুয়েল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মাদক ব্যবসায়ীদের হামলায় পাঁচ জন পুলিশ আহত

আপডেট টাইম : ১০:০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের হামলায় এক এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ১ জনকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

তারা হচ্ছেন চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলাম ও কনস্টেবল মো. জুয়েল।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। রাতে আহত পুলিশ সদস্যদের দেখতে সদর হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক ধাম জানান, ঘটনার পর থেকেই মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান চালানো হয়। এ ঘটনায় অনেকগুলো টিম অভিযান চালাচ্ছে। তাই নিশ্চিত করে বলা যাচ্ছেনা কতজন আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ দেউন্দি চা বাগানে অভিযান চালায়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছলে মাদক ব্যবসায়ীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও চুনারুঘাট থানার অন্যান্য পুলিশ আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এছাড়াও গুরুতর আহত অবস্থায় কনস্টেবল জুয়েল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।