আপন ভাইদের ফাঁসাতে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ

দিলীপ কুমার দাসঃ শেরপুরের শ্রীবরদীতে আপন ভাইদের ফাঁসাতে নিজ বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১০ মার্চ দিবাগত রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে। এ ঘটনায় বসত ঘরের মালিক বাবুল মিয়ার স্ত্রী কুকুলা বেগম বাদী হয়ে বাবুলের সহোদর ২ ভাইসহ ৫ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসি ও ভুক্তভোগি পরিবার সূত্রে জানা গেছে, পৈত্রিক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে ঢনঢনিয়া গ্রামের মৃত কহেজ উদ্দিনের ছেলে বাবুল মিয়া ও বাদল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি দুলাল মিয়া নিজের অংশের ২.৭৫ শতাংশ জমি অন্যত্র বিক্রি করে। এতে বাবুল মিয়া বাদল মিয়ার প্রতি অসš‘ষ্ট হয়। এনিয়ে উভয়ের মধ্যে কলহের সৃষ্টি হয়। এ ঘটনার জেরে বাবুল মিয়ার সহোদর ভাইদের ফাঁসাতে ১০ মার্চ দিবাগত রাতে নিজ বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। পরে বাবুল মিয়ার স্ত্রী বাদী হয়ে বাবুলের সহোদর ভাই বাদল মিয়া, নুর ইসলাম গুডি, চাচাতো ভাই দুলাল মিয়া, ফারুক ওরফে ফকির, ভাতিজা শান্ত মিয়াকে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে। এ ব্যাপারে সরেজমিনে গিয়ে বাবুল মিয়ার মা পাংখা বেগম (৭৫) বলেন, বাবুলের স্ত্রী কুকুলা বেগম নিজেই ঘরে আগুন দিয়েছে। এতে আমার অন্য কোনো ছেলে জড়িত নয়। বাবুল মিয়ার বড় ভাই নুর ইসলাম গুডি জানান, আমি পৈত্রিক বসত ভিটা ছেড়ে অনেক আগেই প্রায় ১ কিলোমিটার দুরে বাড়ি করেছি। আগুন লাগার খবর পেয়ে রাতেই আমি এসে দেখি আমার ভাই বাবুল ও তার স্ত্রী দাঁড়িয়ে চিৎকার করছে। পরে আমি আগুন নিভানোর কাজে সহযোগিতা করি কিš‘ এঘটনায় আমার নামেও মামলা দিয়ে হয়রানি করছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর