হাওর বার্তা ডেস্কঃ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
তিনি বলেন, খেলাধুলা, সংগীত চর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হাতের লেখাসহ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত থাকলে শিক্ষার্থীরা মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে থাকবে।
সোমবার দুপরে চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে মো. সারোয়ার হোসেন লিখনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক, পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, সহকারী পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত প্রমুখ।