হাওর বার্তা ডেস্কঃ সাতক্ষীরার কালীগঞ্জে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে ৫০ বছর বয়সী এর নারীর বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ মার্চ) কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামে ধুমধামে এই বিয়ে হয়।
স্থানীয়রা জানান, উপজেলার নলতা ইউনিয়নের ঘোনা গ্রামের ৬৮ বছর বয়সী মোকছেদ আলী গাজীর স্ত্রী কয়েক মাস আগে মারা যান। অন্যদিকে, তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের হামিদা বেগমের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ৫০ বছর। তবে স্থানীয়দের ভাষ্যমতে তার বয়স ৬০ বছরের বেশি। তবে তিনি এতদিন বিয়ে না করে কুমারী ছিলেন। পরিবার থেকে একাধিকবার বিয়ের চেষ্টা করলেও তিনি কখনো বিয়ের পিঁড়িতে বসতে রাজি হননি।
তবে সম্প্রতি মোকছেদ আলী ও হামিদা বেগমের মধ্যে ভালোলাগা থেকে ভালোবাসা তৈরি হয়। এরপর দুই পরিবারের সম্মতিতে ধুমধামে শুক্রবার দুপুরে তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেনের উপস্থিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তারালী ইউপি চেয়ারম্যান বলেন, দুই পরিবারের সম্মতিতে আজ হামিদা বেগম আর মোকছেদ আলীর বিয়ে সম্পন্ন হয়েছে। নবদম্পতি দু’জনই অনেক খুশি। তারা সবার কাছে দোয়া চেয়েছেন।