হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।
৫ মার্চ ২০২২,শনিবার। ২০ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা
১৯১২- স্পেনে স্টিমারডুবিতে ৫০০ যাত্রীর প্রাণহানি ঘটে।
১৯৮৪- ভূটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৮৭- সিলেটের ওসমানী জাদুঘর উদ্বোধন।
২০০১- হজের সময় মিনায় পদদলিত হয়ে ৩৫ হাজীর মৃত্যু।
২০০৭- ঢাকা-ব্যাংকক-ঢাকা সেক্টরে ইলেকট্রনিক টিকেটিং (ই-টিকেটিং) পদ্ধতি চালু।
জন্ম
১৯০২- আজাদ আজাদ হিন্দ ফৌজের রানি ঝাঁসি রেজিমেন্টের সৈনিক নীরা আর্য। ভারতের তৎকালীন যুক্তপ্রদেশের অধুনা উত্তরপ্রদেশ রাজ্যের বাগপত জেলার খেকড়া শহরে জন্মগ্রহণ করেন তিনি। নেতাজী সুভাষচন্দ্র বসুর জীবন বাঁচাতে তিনি নিজের স্বামীকে হত্যা করেন। নেতাজী তাকে নীরা নাগিনী নামে অভিহিত করলে তিনি নীরা নাগিনী নামেই পরিচিতি লাভ করেন। ব্রিটিশ সরকার তাকে একজন গুপ্তচর হিসেবে গণ্য করেছিল। নীরাকে স্বামী হত্যার কারণে দ্বীপান্তরের সাজা দেওয়া হয়েছিল। জেলে বন্দীদশায় সেখানে তাকে কঠোর শারীরিক নির্যাতনের শিকার হতে হয়।
১৯০৫- সরস্বতী বাঙালি ঔপন্যাসিক প্রভাবতী দেবী।
১৯৩৯- ভারতীয় বাঙালি লেখক দিব্যেন্দু পালিত।
মৃত্যু
১৮২৭- ইতালীর বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা।
১৯৬১- নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত।
১৯৬৬- রুশ নারী কবি আন্না আখমাতোভা।
১৯৭৩- বাঙালি লেখক ও শিক্ষাবিদ অমূল্যকুমার দাশগুপ্ত। ঝালকাঠির কূলকাঠি গ্রামে তিনি জন্ম তার। তিনি অনুশীলন দলের একজন সক্রিয় সদস্য হিসাবে ব্রিটিশবিরোধী সহিংস আন্দোলনে যোগদান করেন ও কারাবরণ করেন। তিনি আনন্দবাজার পত্রিকা ও শনিবারের চিঠির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি মূলত গল্প ও গোয়েন্দা কাহিনী রচনার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। তিনি তার লেখায় ব্যঙ্গ ও হাস্যরস সৃষ্টিতে তার পারদর্শিতা দেখিয়েছেন।
১৯৯৬- বাংলাদেশের রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ।
২০১৬- মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী রে টমলিনসন।