হাওর বার্তা ডেস্কঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার (মাউশি) নতুন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতিসহ বিভিন্ন উপজেলার কল্যাণ সমিতি। আজ মঙ্গলবার তাকে এই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন কিশোরগঞ্জ জেলা সমিতি ও ইটনা-অষ্ট্রগ্রাম-মিঠামইনসহ বিভিন্ন উপজেলা সমিতির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির হাজী সোলাইমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট বিমল চন্দ্র রায়ের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সমিতির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হক, মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সভাপতি মেজবাহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, ইটনা উপজেলা উন্নয়ন ও কল্যান সমিতির সভাপতি আবদুল গনী তোতা মিয়া, অষ্টগ্রাম উপজেলা উন্নয়ন ও কল্যান সমিতির সহ সভাপতি মো. মোক্তার হোসেন,বীরমুক্তিযোদ্বা সিরাজ মীর যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু, মো. আজিজুল হক, বিল্লাল হোসেনসহ আরো অনেকে।এ সময় কিশোরগঞ্জ জেলা সমিতির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন ঢাকা মহানগর ডিবির উত্তর বিভাগের যুগ্ম-কমিশনার (ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) হারুন অর রশীদ। তিনি শুভেচ্ছা বিনিময় করেন মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সাথে। এ সময় উপস্থিত বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হক বলেন, সত্যিকার অর্থেই আমরা হাওরের মানুষ গর্বিত। কারণ, অধ্যাপক নেহাল আহমেদ এর সততা, পেশার প্রতি সম্মান, দায়িত্ব-কর্তব্য ও শৃঙ্খলা সম্পর্কে সচেতনতা, সকল বিষয়ে পরিমিতিবোধ এবং মানুষের মন বোঝার সদিচ্ছা তাঁকে এমন একজন আলোকিত মানুষের পর্যায়ে নিয়ে গেছে যাঁর সান্নিধ্য আমাদেরকে ঋদ্ধ করেছে। তিনি বলেন, অধ্যাপক নেহাল আহমেদ একজন দক্ষ কারিগর ও আদর্শ মানুষ। তাঁর দক্ষ নেতৃত্বে শিক্ষা পরিবার আরও সমৃদ্ধ হবে।
সংবাদ শিরোনাম
মাউশি’র মহাপরিচালক নেহাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানালেন ইটনা মিঠামইন অষ্টগ্রাম উন্নয়ন কল্যাণ সমিতি
- Reporter Name
- আপডেট টাইম : ১০:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- ১৮৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ