হাওর বার্তা ডেস্কঃ রেলের ক্রসিংয়ের কাছে একটি অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠান উপলক্ষে ডিজে পার্টির আয়োজন করা হয়। ডিজে পার্টির প্রচণ্ড আওয়াজের জেরে অন্য কিছু শোনা যাচ্ছিল না।
এদিকে ওই রেললাইনে পাশে ছিলেন দুই ছাত্রী। তারা ক্রসিংয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলেন। কারণ মালগাড়িটি আসছিল। এদিকে বিপরীত দিক থেকে আসা শতাব্দী এক্সেপ্রেসটিকে বুঝতে পারেননি তারা। আচমকাই ট্রেনের সামনে পড়ে যায়।
ট্রেনটি হুইশেল বাজিয়েছিল। কিন্তু এতজোরে ডিজে বাজছিল, সম্ভবত সেকারণে ট্রেনের হর্ন শুনতে পায়নি ছাত্রীরা। তারপরই ধাক্কা দেয় ট্রেনটি। নিহত হন ওই দুই ছাত্রী।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মোদীনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন স্থানীয় নন্দনগরী কলোনি এলাকার বাসিন্দা প্রিয়া (১৭ ) ও শিবানী (২০)। খবর হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার।
খবরে বলা হয়, হিন্দু ভারতের নয়াদিল্লি-দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু দুই ছাত্রীর।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির প্রয়োজনীয় কিছু জিনিস কিনে ফিরছিল তারা। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে ঘাতক ট্রেনের চালক জিজ্ঞাসাবাদে বলেন, যখন আপ লাইনে শতাব্দী এক্সপ্রেস ছিল তখন ডাউন লাইনে একটা মালগাড়ি আসছিল।