দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। অসহনীয় এ তাপদাহে জনজীবন প্রায় ওষ্ঠাগত। তাপমাত্রা আরও বাড়বে। কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ঢাকা, টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের বাকি অংশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
সোমবার সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায়ও বিস্তার লাভ করতে পারে। এছাড়াও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়নি কোথাও। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।