হাওর বার্তা ডেস্কঃ দেশের প্রখ্যাত আলেম ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিনের মৃত্যু ।
উল্লেখ্য, প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন (৮৭) আজ বিকেলে রাজধানীর ঝিগাতলাস্থ বাসায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত ল্যাব এইড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন।